<p>দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি অব্যাহত রয়েছে। টানা ছয় দিন ছুটি শেষে গত সোম ও মঙ্গলবার দুই দিনে বন্দর দিয়ে ভারতীয় ৫০টি ট্রাকে এক হাজার ২৮৪ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। পোর্ট অভ্যন্তরে পাইকারি বাজারে সাদা জাতের আলু প্রতি কেজি ৩৪ টাকা এবং লাল জাতের আলু ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।  এদিকে দেশি আলু মানভেদে ৪৫ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানিকারকরা বলছেন, ভারতে বৃষ্টি ও বন্যার কারণে আলুর ক্ষতি হয়েছে, সে কারণে ভারতেই আলুর দাম বেশি। এদিকে দেশি আলু বিক্রেতারা বলছেন, কৃষকের যে আলু ছিল তারা হিমাগার করেছে; তাই সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে।</p> <p>গতকাল বুধবার দুপুরে হিলি বাজার ঘুরে দেখা গেছে, দেশি কাটিলাল আলু ৪৫ টাকা আর গুটিলাল আলু ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি রসুন আগে ছিল ৮০ টাকা কেজি দরে, তা এখন ১০০ টাকা বেড়ে ১৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আমদানীকৃত চায়না আদা আগে বিক্রি হয়েছে ১৮০ টাকা কেজি দরে, তা এখন ৬০ টাকা বেড়ে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। দেশিয় পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হলেও তা এখন ১৫ টাকা বেড়ে ৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।</p> <p>হিলি বাজারের খুচরা পেঁয়াজ, রসুন ও আদা বিক্রেতা মোকারম হোসেন বলেন, ‘গত রবিবার থেকে হঠাৎ করে আলু, পেঁয়াজ, রসুন ও আদার দাম বেড়েছে। আমি গেল শনিবার কাটিলাল আলু ৩৫ টাকা আর গুটিলাল ৪০ টাকা কেজি দরে বিক্রি করেছি। এখন ১০ থেকে ১৫ টাকা বেড়ে ৪৫ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা প্রতি কেজি বিক্রি করেছি ১৮০ টাকায়, এখন কেজিতে ৬০ টাকা বেড়ে ২৪০ টাকা দরে বিক্রি করছি। রসুন ৮০ টাকা কেজি দরে বিক্রি করেছি, এখন সেই রসুন কেজিতে ১০০ টাকা বেড়ে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।</p>