<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছোঁয়ায় এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বা বিপিএল পাচ্ছে অন্য মাত্রা। বিপিএল ঘিরে দেশজুড়ে একটা যুব উৎসবের পরিকল্পনা দিয়েছেন তিনি। একদিকে বিপিএল চলবে, এর পাশাপাশি একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নানা ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবে মুখরিত হবে গোটা দেশ, যাতে যুক্ত হবে গোটা যুবসমাজ। আর এই উৎসবে আন্তর্জাতিক সব তারকাকে এনে এর বিস্তৃতি আরো বাড়িয়ে তোলা হবে। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে গিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাতে তাঁকেই যেমন সেই উৎসবে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ফিফা সভাপতি তাতে সম্মতিও দিয়েছেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল প্রধান উপদেষ্টার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই জানানো হয়েছে সেই খবর, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানুয়ারিতে বাংলাদেশের যুব উৎসবে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজারবাইজানের রাজধানী বাকুতে কপ২৯ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> ফিফা সভাপতির সঙ্গে সেই আলোচনায় নিশ্চিতভাবেই বাংলাদেশের সাফজয়ী মেয়েদের প্রসঙ্গও এসেছে। কিছুদিন আগে চ্যাম্পিয়ন দলটিকে প্রধান উপদেষ্টার দেওয়া সংবর্ধনায় ফুটবলাররা বার্সেলোনা বা তেমনি বিশ্বের নামকরা ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছিলেন। ইনফান্তিনোকে পেয়ে চ্যাম্পিয়ন মেয়েদের সেই আবদারের কথা ভোলেননি ড. মুহাম্মদ ইউনূস। বিবৃতিতে জানানো হয়েছে. </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাঁকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তাঁর সহযোগিতা চান।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এর আগে জোয়াও হাভেলাঞ্জ, সেপ ব্লাটার ও ইনফান্তিনোও একবার বাংলাদেশে ঘুরে গেছেন। তবে ফিফা সভাপতিদের আগের সফরগুলো হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে ফিফা সভাপতি আসতে যাচ্ছেন, তা-ও একেবারে ভিন্ন প্রেক্ষাপটে। জুলাইয়ের গণ-আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তরুণ-যুবারা। সেই যুবারাই ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এবার গোটা দেশ মাতাবেন। </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পুরো আয়োজনে ৯টি মন্ত্রণালয়কে সম্পৃক্ত করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর উৎসবের লোগো উন্মোচন করা হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিপিএল আয়োজনের একটা থিম চাওয়া হয়েছিল। তিনিই এটাকে এতটা বিস্তৃত করেছেন যাতে, দেশের গোটা সমাজ এতে সম্পৃক্ত হতে পারে</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">, বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজুল আলম ভূঁইয়া।</span></span></span></span></span></p>