<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের সব কম্পানি পরিচালনায় বাংলাদেশ ব্যাংককে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের সব কম্পানির সম্পত্তি ছয় মাসের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অধীনে সংযুক্ত (অ্যাটাচ) রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ ছাড়া বিভিন্ন ব্যাংক থেকে সালমান এফ রহমানের নেওয়া টাকা উদ্ধার এবং বিদেশে পাচার করা টাকা ফেরত আনার পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে চার সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংককে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কম্পানি লিমিটেড (বেক্সিমকো) গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। ২০০৯ সাল থেকে শিল্পপতি এই রাজনীতিক পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা নিয়ে এ দায়িত্ব পালন করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সালমা ইসলামকে হারিয়ে দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১ আসনে পুনর্নির্বাচিত হন সালমান এফ রহমান।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন সালমান এফ রহমান। গত ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। পরদিন তাঁকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। ওই দিন ওই মামলায় সালমান এফ রহমানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। পরে কয়েক দফা রিমান্ড বাড়ানো হয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এই অবস্থায় বেক্সিমকো গ্রুপের সব কম্পানি পরিচালনায় রিসিভার নিয়োগের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান। প্রাথমিক শুনানির পর গত ৫ সেপ্টেম্বর রুলসহ এই আদেশ দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ। গত ১২ সেপ্টেম্বর লিখিত আদেশটি প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার কালের কণ্ঠের হাতে আসে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আদালতে রিটের পক্ষে মাসুদ আর সোবহান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ বেক্সিমকো গ্রুপের সব কম্পানি পরিচালনায় রিসিভার নিয়োগ করতে এবং কম্পানির সব সম্পত্তি সংযুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জানতে চাওয়া হয়েছে রুলে। একই সঙ্গে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসসহ বেক্সিমকো গ্রুপের অন্যান্য কম্পানিকে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে দেওয়া ঋণের পরিমাণ এবং পরিশোধ না করা ঋণের তথ্য সরবরাহ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয় রুলে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।</span></span></span></span></span></p> <p> </p>