<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তৈরি পোশাক খাতের বড় শিল্পাঞ্চলগুলোর চলমান শ্রমিক অসন্তোষ স্বাভাবিক হতে শুরু করেছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারি এবং মালিকদের ইতিবাচক ভূমিকায় কারাখানায় উৎপাদন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। তবে এর মধ্যেও গতকাল বুধবার ৩০টি কারখানা বন্ধ ছিল। এর মধ্যে সাভারের আশুলিয়ায় ২৭টি ও গাজীপুরে তিনটি। এদিকে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ায় শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে বলে জানান উদ্যোক্তারা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ ও শিল্প পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে টঙ্গী ও রূপগঞ্জে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে বলে জানান কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজিএমইএ সূত্র জানায়, গতকাল ৯৮ শতাংশ পোশাক কারখানা খোলা ছিল। বিজিএমইএর সদস্য কারখানগুলোর মধ্যে গতকাল খোলা ছিল দুই হাজার ১১৪টি কারখানা। সংগঠনটির সক্রিয় কারখানার সংখ্যা দুই হাজার ১৪৪। শ্রম আইনের ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য আশুলিয়ায় বন্ধ ছিল ১৬টি কারখানা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম কালের কণ্ঠকে বলেন, শিল্পাঞ্চলের ভেতরে দু-একটি কাখানায় গতকালও শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। তবে গতকাল ২৫টি কারখানা বন্ধ ছিল। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ২০টি, আর পাঁচটি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ায় পোশাক শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে বলে জানান, বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল। তিনি বলেন, এর ফলে নেপথ্যে থেকে যেসব দুর্বৃত্ত শ্রমিকদের ইন্ধন দিয়ে আসছিল, তারা আর সেটি করতে পারবে না। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র আঞ্চলিক প্রতিনিধি (গাজীপুর) জানান, ১৩ দফার পর এবার ১০ দফার দাবিতে কাজ না করে টঙ্গীর দুটি কারখানার ভেতরে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আন্দোলনের কারণে একই মালিকের একটি প্রতিষ্ঠান ছুটি দেওয়ায় আরেকটিতে শুরু হয় আন্দোলন। একইভাবে আন্দোলন চলছে টঙ্গীর আরো তিনটি কারখানায়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, টঙ্গী মেঘনা রোডে অ্যামট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো অ্যাপারেলস লিমিটেডের পাঁচ সহস্রাধিক শ্রমিক বেশ কিছুদিন ধরে ১৩ দফা দাবিতে আন্দোলন করে আসছেন। কর্তৃপক্ষ শ্রমিকদের কিছু দাবি পূরণ করার পর শ্রমিকরা নতুন করে ১০ দফা দাবিতে দুই দিন ধরে কর্মবিরতি ও বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ব্রাভো অ্যাপারেলস লিমিটেডে ছুটি ঘোষণা করে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া গতকাল সকাল সাড়ে ১১টা থেকে টঙ্গীর মিলগেটে লিরা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই শতাধিক শ্রমিক অ্যাডমিন লুৎফর রহমান ও ইলেকট্রিশিয়ান মামুনের পদত্যাগ, বেতন বৃদ্ধি, বার্ষিক ছুটিসহ আট দফা দাবিতে কর্মবিরতি পালন করেন। তাঁদের দাবি পূরণে মালিকপক্ষকে আগামী মাসের ১ তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন কালের কণ্ঠকে বলেন, সমঝোতা শেষে বিশৃঙ্খলার আশঙ্কায় দুটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অন্যগুলোর শ্রমিক অসন্তোষ নিরসনে চেষ্টা চলছে।</span></span></span></span></p>