<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল সোমবার সকাল থেকেই রাজধানীতে ছিল তীব্র যানজট। দিনের শুরুতেই সড়কগুলোতে যানবাহনের প্রচুর চাপ ছিল। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নানা দাবিতে পালিত হয়েছে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। ফলে অফিসগামী ও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষদের দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়তে হয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সকালে রাজধানীর মতিঝিল, পল্টন, শাহবাগ, ধানমণ্ডি ২৭, বিজয় সরণি, মহাখালী ও বনানী এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা যায়। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এসব সড়কে ছিল যানবাহনের চাপ। বাস, সিএনজিচালিত গাড়িসহ ব্যক্তিগত যানবাহনগুলো চলছিল থেমে থেমে। কোথাও কোথাও যানবাহনগুলোকে দীর্ঘ সময় সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাজধানীর শান্তিনগর এলাকায় থাকেন বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা নাইম উদ্দিন। ধানমণ্ডি ২৭ নম্বরে তাঁর অফিস। গতকাল সকাল সাড়ে ৮টায় বাসা থেকে রওনা হয়ে সকাল ১১টায় অফিসে পৌঁছান তিনি। নাইম কালের কণ্ঠকে জানান, কাকরাইল, শাহবাগ, সায়েন্সল্যাব হয়ে ধানমণ্ডি ২৭ পৌঁছাতে সময় লেগেছে আড়াই ঘণ্টা। সাধারণত এটুকু পথ যেতে সময় লাগে দেড় ঘণ্টা।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ওই পথে চলাচলকারী এক বাসচালকের সহকারী আমজাদ কালের কণ্ঠকে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এত জ্যাম, গাড়ি চলে সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে। জ্যামে বইয়া থাকলে আমাগো ট্রিপ কইমা যায়, লস হয়।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দুপুর ১২টার দিকে কারিগরি শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে ঢাকার তেজগাঁও সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করেন। সাতরাস্তার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়কের দুই পাশ দখল করে বিক্ষোভ পালন করে। এতে হাতিরঝিল, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি, মহাখালী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এসব এলাকার সড়কগুলো ছিল কার্যত স্থবির।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আল ইমরান বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা যেহেতু উচ্চশিক্ষায় শিক্ষিত, আমাদের ইনস্ট্রাক্টর পদে দশম গ্রেডে নিয়োগ দেওয়া হোক। ২০২১ সালে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে তারা (বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্রাফট ইনস্ট্রাক্টর) টেকনিক্যাল বিষয় কিছু জানে না।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শিক্ষার্থীদের ছয় দফা প্রসঙ্গে তিনি জানান, কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে এই সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না। কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে সংশ্লিষ্ট ক্ষেত্রের জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষকসংকট দূর করতে হবে। উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ও ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কারিগরি ছাত্র আন্দোলন</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">-এর ব্যানারে শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হয়। আন্দোলনের বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শিক্ষার্থীরা সড়কে অবস্থান করার কারণে দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ ছাড়া গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে গণ-অবস্থান কর্মসূচি পালন করেন ইতালিতে অভিবাসনপ্রত্যাশীরা। তাঁরা ইতালির ভিসাসহ জরুরি ভিত্তিতে পাসপোর্ট ফেরতের দাবি জানান। এ সময় ব্যস্ততম গুলশানের সড়কে যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন জরুরি কাজে আসা মানুষ।</span></span></span></span></span></p> <p> </p>