<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ব্যাংক খাতে খেলাপি ঋণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মন্দ ঋণের পরিমাণ। চলতি বছরের  জুন  শেষে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ১২.৫৬ শতাংশ। বিশাল অঙ্কের এই খেলাপির মধ্যে মন্দ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৬৭ হাজার ৮৮৯ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের প্রায় ১০ শতাংশ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">২০২৩ সালের ডিসেম্বরে মন্দ ঋণের পরিমাণ ছিল এক লাখ ২৬ হাজার ৭৮২ কোটি টাকা, যা ওই সময় বিতরণকৃত ঋণের প্রায় ৮ শতাংশ ছিল। সে হিসাবে ছয় মাসের ব্যবধানে মন্দ ঋণ বেড়েছে ৪১ হাজার ১০৭ কোটি টাকা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন মাস শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে মন্দ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭ হাজার ৮৫১ কোটি টাকা। এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোতে ৮২ হাজার ৩৮১ কোটি, বিদেশি ব্যাংকগুলোতে দুই হাজার ৯৩৪ কোটি ও বিশেষায়িত  ব্যাংকগুলোতে চার হাজার ৭২১ কোটি টাকা মন্দ ঋণ ছাড়িয়েছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংকে মন্দ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬৮ কোটি টাকা, ব্যাংকটির বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯১ হাজার ৩৪৫ কোটি টাকা। সেই হিসাবে যা মোট বিতরণকৃত ঋণের ৩১ শতাংশই মন্দ ঋণ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুন শেষে অগ্রণী ব্যাংকের বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ হাজার ৭০৯ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে ১৭ হাজার ৯৭৫ কোটি টাকা বা ২৫.৭৯ শতাংশই মন্দ বা আদায় অযোগ্য ঋণে পরিণত হয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিবেদন অনুযায়ী, সোনালী ব্যাংকের বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯১ হাজার ১২৭ কোটি ৭৮ লাখ টাকা। বিতরণকৃত এই ঋণের মধ্যে ১২ হাজার ৭৭৩ কোটি টাকা বা ১৪.০২ শতাংশই মন্দ  বা  আদায়  অযোগ্য ঋণে পরিণত হয়েছে। রূপালী ব্যাংকের বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৬৫ কোটি ২৬ লাখ টাকা। বিতরণকৃত এই ঋণের মধ্যে ৯ হাজার ৭০৫ কোটি টাকা বা ২১.৩৫ শতাংশ মন্দ বা আদায় অযোগ্য ঋণে পরিণত হয়েছে। বেসিক ব্যাংকের বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৮০৯ কোটি ৫৬ লাখ টাকা। বিতরণকৃত এই ঋণের মধ্যে মন্দ ঋণ আট হাজার ১৪২ কোটি টাকা বা ৬৩.৫৬ শতাংশ। বিডিবিএলে বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ২৩০ কোটি টাকা। এর মধ্যে ৮৮৭ কোটি টাকা বা ৪০ শতাংশই মন্দ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংকের মন্দ ঋণ সব থেকে বেশি। ব্যাংকটি বিতরণকৃত ৪২ হাজার ৭৩৯ কোটি টাকা ঋণের ২০ হাজার ৭৯ কোটি টাকাই মন্দ ঋণে পরিণত হয়েছে, যা বিতরণকৃত মোট ঋণের ৪৭ শতাংশ। এর পরই রয়েছে এবি ব্যাংক। জুন শেষে ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৫০ কোটি টাকা। বিতরণকৃত এই ঋণের মধ্যে মন্দ ঋণে পরিণত হয়েছে ৯ হাজার ৪৫১ কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের প্রায় ৩০ শতাংশ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ ছাড়া আল আরাফাহ ইসলামী ব্যাংকের দুই হাজার ২৬৮ কোটি বা মোট বিতরণকৃত ঋণের প্রায় ৫ শতাংশ, আইএফআইসি ব্যাংকের তিন হাজার ৪১ কোটি বা মোট বিতরণকৃত ঋণের ৭ শতাংশ, ইসলামী ব্যাংক বাংলাদেশের পাঁচ হাজার ৪৬৯ কোটি বা মোট বিতরণকৃত ঋণের ৩ শতাংশ, পদ্মা ব্যাংকের চার হাজার ৮৪১ কোটি বা মোট বিতরণকৃত ঋণের ৮৫ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এক হাজার ৭০৬ কোটি বা মোট বিতরণকৃত ঋণের ৬ শতাংশ মন্দ ঋণ।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>