<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ সচিবালয় এলাকায় গত রবিবার রাতে ছাত্রদের ওপর আনসার সদস্যদের হামলার ঘটনায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান তিন উপদেষ্টা। তাঁরা আহত শিক্ষার্থীদের পাশাপাশি এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদেরও খোঁজখবর নেন এবং তাঁদের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, গত রবিবারের ঘটনায় ৬০ জন আহত হয়ে চিকিৎসার জন্য এসেছিলেন। তাঁদের মধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ তিনজনকে ভর্তি নেওয়া হয়েছে। হাসনাত আব্দুল্লাহকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। উনি মাথায় আঘাত পেয়েছেন। তবে শরীরের বাইরের দিকে কোথাও কোনো আঘাত নেই। সেখানে ৪৮ ঘণ্টা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাংবাদিকদের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রবিবারের ঘটনায় খুবই ব্যথিত আমরা। আমরা এসেছি জনগণের পক্ষ থেকে, কোনো দলের প্রতিনিধি হয়ে নয়। যারা সঠিক পথে দাবি আদায়ের আন্দোলন করছেন, আপনাদের কাছে অনুরোধ বিবেচনা করে দেখবেন ১৭ বছরের বৈষম্য ও শোষণ ১৭ দিনে কি শেষ করা যায়? ধৈর্য ধরেন নিয়মতান্ত্রিক পন্থায় দাবি জানান।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যারা আনসারের ছদ্মবেশে এসেছিল, তাদের দাবি আদায়ের এজেন্ডা ছিল না। বিশৃঙ্খলা সৃষ্টি তাদের মূল উদ্দেশ্য ছিল। লাঠি তাদের স্টকে ছিল। আমরা দেখেছি, কিভাবে তারা ছাত্রদের ওপর হামলা করেছে। তাদের রাস্তায় ফেলে নির্মমভাবে মেরেছে। প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গুরুতর আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে বিদেশি দাতারাও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, মনে হচ্ছে দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে, ধান কাটার মৌসুমের মতো। প্রতিটা দাবির সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতা আছে। যেখানে সরকারের ব্যয় বাড়বে। সরকারের রাজস্ব তো হঠাৎ করে রাতারাতি বেড়ে যাবে না। কিভাবে দাবি মেটাব, টাকা ছাপতে পারি, তবে টাকা ছাপলে মূল্যস্ফীতি বেড়ে যাবে। তখন সব কিছুর দাম বেড়ে যাবে। সবাইকে ধৈর্য ধরতে হবে। নিয়মতান্ত্রিকভাবে সব কিছু হবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ সময় আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন প্রমুখ।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>