<p>প্রথম অধ্যায়</p> <p><strong>সমাজকর্ম : প্রকৃতি ও পরিধি</strong></p> <p> </p> <p>বহু নির্বাচনী প্রশ্ন</p> <p>[পূর্বপ্রকাশের পর]</p> <p>২৬।      সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কোন ধরনের কার্যক্রম?</p> <p>            ক) প্রতিরোধমূলক খ) উন্নয়নমূলক</p> <p>            গ) সংশোধনমূলক ঘ) প্রতিরোধমূলক</p> <p>২৭। সামাজিক উন্নয়নের পূর্বশর্ত কী?</p> <p>            ক) সামাজিক সচেতনতা সৃষ্টি</p> <p>            খ) অর্থনৈতিক উন্নয়ন</p> <p>            গ) অবহেলিত শ্রেণির স্বার্থ সংরক্ষণ </p> <p>            ঘ) মানবাধিকার নিশ্চিতকরণ</p> <p>২৮।      সমাজকর্মের উদ্দেশ্য হলো—</p> <p>            i. সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন</p> <p>            ii. সকল মানুষের সামগ্রিক কল্যাণ</p> <p>            iii. সম্পদের সদ্ব্যবহার</p> <p>            নিচের কোনটি সঠিক?</p> <p>            ক) i ও ii            খ) ii ও iii</p> <p>            গ) i ও iii           ঘ) i, ii ও iii</p> <p>২৯।      ‘সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক একটি পেশাদার সেবা কর্ম।’—উক্তিটি কার?</p> <p>            ক) ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার   খ) স্কিডমোডর থ্যাকারি</p> <p>            গ) বি ডব্লিউ শেফার           ঘ) আরমান্ডো মরেলেস</p> <p>৩০।      আধুনিক বিশ্বে সমাজকর্ম কী ধরনের পেশা হিসেবে<br /> স্বীকৃত?</p> <p>            ক) গণতান্ত্রিক পেশা           খ) সাহায্যকারী পেশা</p> <p>            গ) মানবিক পেশা  ঘ) সামাজিক পেশা</p> <p>৩১।      সমাজকর্ম কিসে বিশ্বাসী?</p> <p>            ক) সার্বিক কল্যাণে            খ) সামরিক কল্যাণে           </p> <p>            গ) ক্ষুদ্র কল্যাণে    ঘ) গৌণ কল্যাণে</p> <p>৩২।       ‘ঊহপুপষড়ঢ়ধবফরধ ড়ভ ংড়পরধষ ড়িত্শ’—কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়?</p> <p>            ক) COS খ) NASW</p> <p>            গ) AASW         ঘ) CSWE</p> <p>৩৩। সমাজকর্ম অভিধানে সমাজকর্মকে কী ধরনের বিজ্ঞান বলা হয়েছে?</p> <p>            ক) সামাজিক বিজ্ঞান          খ) সমাজবিজ্ঞান</p> <p>            গ) মৌলিক বিজ্ঞান ঘ) ব্যাবহারিক বিজ্ঞান</p> <p>৩৪।      সামাজিক ভূমিকা পালন, ক্ষমতার উন্নয়ন, পুনরুদ্ধার, সংরক্ষণ ও শক্তিশালীকরণে নিম্নোক্ত কোন বিষয়টি কার্যকরী ভূমিকা পালন করে?</p> <p>            ক) সমাজবিজ্ঞান   খ) সমাজকর্ম</p> <p>            গ) জনবিজ্ঞান       ঘ) মনেবিজ্ঞান</p> <p>৩৫।      কোনটি ছাড়া দেশের সার্বিক কল্যাণ সাধন সম্ভব নয়?</p> <p>            ক) পুরুষের ক্ষমতায়ন       </p> <p>            খ) সাধারণ মানুষের ক্ষমতায়ন         </p> <p>            গ) নারীর ক্ষমতায়ন                     </p> <p>            ঘ) দরিদ্রদের ক্ষমতায়ন</p> <p>৩৬। সমাজকর্মের প্রকৃত স্বরূপ কোনটি?</p> <p>            ক) সমাজকর্ম একটি সামাজিক বিজ্ঞান                                    খ) সমাজকর্ম একটি উচ্চমানের কলা</p> <p>            গ) সমাজকর্ম একটি দক্ষতাসম্পন্ন পেশা         </p> <p>            ঘ) ওপরের সব কটি।</p> <p> </p> <p>            উত্তর : ২৬.খ ২৭.ক ২৮.ঘ  ২৯.ক ৩০.খ</p> <p>            ৩১. ক ৩২. খ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. খ ৩৬. ঘ।</p>