<p>দ্বিতীয় অধ্যায়</p> <p><strong>নাগরিক ও নাগরিকতা</strong></p> <p> </p> <p>বহু নির্বাচনী প্রশ্ন</p> <p>১।         নাগরিকতা প্রদানে জন্মস্থান নীতি অনুসরণ করে</p> <p>            কোন দেশটি?</p> <p>            ক) যুক্তরাজ্য        খ) বাংলাদেশ</p> <p>            গ) কানাডা          ঘ) অস্ট্রেলিয়া </p> <p>২।        নাগরিকের মর্যাদাকে কী বলা হয়?</p> <p>            ক) নাগরিকতা      খ) নাগরিক</p> <p>            গ) নির্বাচকমণ্ডলী ঘ) সদস্য</p> <p>৩।        একজন অস্ট্রেলীয় নাগরিক বাংলাদেশে ভোট দিতে চাইলে সর্বপ্রথম তাকে কী করতে হবে?</p> <p>            ক) বিবাহ করা      খ) নাগরিকতা অর্জন</p> <p>            গ) কর প্রদান       ঘ) সম্পত্তি ক্রয়</p> <p>৪।        বাংলাদেশের নাগরিক জাবেদ দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানে তাঁদের একটি কন্যাসন্তান জন্মগ্রহণ করেছে। জাবেদের কন্যাসন্তানের ক্ষেত্রে প্রযোজ্য—</p> <p>            i. দ্বৈত নাগরিকতার সৃষ্টি হবে</p> <p>            ii. আজীবন উভয় দেশের নাগরিকতা থাকবে</p> <p>            iii. পূর্ণবয়স্ক হলে যে কোন একটি রাষ্ট্রের নাগরিক হতে হবে</p> <p>            নিচের কোনটি সঠিক?</p> <p>            ক) i ও ii            খ) i ও iii</p> <p>            গ) ii ও iii          ঘ) i, ii ও iii</p> <p>৫।        দেশের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ</p> <p>            করতে পারে কারা?</p> <p>            ক) শিক্ষিত মানুষেরা          খ) সংস্কৃতিবান ব্যক্তিরা</p> <p>            গ) আত্মসংযমী ব্যক্তিগণ     ঘ) রাজনৈতিক ব্যক্তিবর্গ</p> <p>৬।        বুদ্ধিমান নাগরিককে রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ বলা</p> <p>            হয় কেন?</p> <p>            ক) সমস্যার সমাধান করতে পারে</p> <p>            খ) রাষ্ট্রের অনুগত থাকে</p> <p>            গ) সময়মতো কর প্রদান করে</p> <p>            ঘ) আন্তরিকতার সঙ্গে কর্তব্য পালন করে</p> <p>৭।        সুনাগরিকের প্রধানত কয়টি গুণ রয়েছে?</p> <p>            ক) ২     খ) ৩</p> <p>            গ) ৪      ঘ) ৫</p> <p>৮।        নিচের কোনটি সামাজিক অধিকার?</p> <p>            ক) ভোটাধিকার   </p> <p>            খ) যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়া</p> <p>            গ) পরিবার গঠন</p> <p>            ঘ) অবকাশ লাভ</p> <p>৯।        কোন অধিকারটির আইনগত ভিত্তি নেই?</p> <p>            ক) অর্থনৈতিক অধিকার      খ) নৈতিক অধিকার</p> <p>            গ) রাজনৈতিক অধিকার      ঘ) সামাজিক অধিকার</p> <p>১০।      আজাদ সাহেব ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট</p> <p>            প্রদান করেন। আজাদ সাহেব কোন ধরনের</p> <p>            অধিকার ভোগ করেছেন?</p> <p>            ক) নৈতিক          খ) সামাজিক</p> <p>            গ) রাজনৈতিক     ঘ) অর্থনৈতিক</p> <p>১১।       তথ্য অধিকার আইনটি জাতীয় সংসদে গৃহীত</p> <p>            হয় কখন?</p> <p>            ক) ৩০ মার্চ, ২০০৯          খ) ৩০ মার্চ, ২০০৮</p> <p>            গ) ২৫ জুন, ২০০৭           ঘ) ৩০ এপ্রিল, ২০০৬</p> <p>          উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :</p> <p>            জনাব লিমন বাংলাদেশের একজন নাগরিক। তিনি নিজে যেমন শিক্ষিত তেমনি তার সন্তানদেরও</p> <p>            শিক্ষিত করে তুলেছেন। তিনি নিজে যথাসময়ে</p> <p>            কর দেন এবং অন্যদেরকেও কর দিতে</p> <p>            উৎসাহিত করেন।</p> <p>১২।      জনাব লিমন যেসব দায়িত্ব পালন করেন সেগুলোকে কী নামে আখ্যায়িত করা যায়?</p> <p>            ক) নৈতিক দায়িত্ব খ) মৌলিক কর্তব্য</p> <p>            গ) অধিকার         ঘ) কর্তব্য</p> <p>১৩।      উদ্দীপকে প্রতিফলিত হয়েছে—</p> <p>            i. নৈতিক কর্তব্য   ii. ঐচ্ছিক কর্তব্য</p> <p>            iii. আইনগত কর্তব্য</p> <p>            নিচের কোনটি সঠিক?</p> <p>            ক) i ও ii            খ) i ও iii</p> <p>            গ) ii ও iii          ঘ) i, ii ও iii</p> <p>১৪।      কর্তব্যের দাবি কিসের সীমা নির্ধারণ করে?</p> <p>            ক) স্বাধীনতার      খ) সম্প্রীতির</p> <p>            গ) একনায়কতান্ত্রিক</p> <p>            ঘ) অধিকারের</p> <p>১৫।      নাগরিকের কর্তব্যকে কয় ভাগে ভাগ করা যায়?</p> <p>            ক) ৫     খ) ৪</p> <p>            গ) ৩      ঘ) ২</p> <p>১৬।      কর প্রদান করা নাগরিকের কোন ধরনের কর্তব্য?</p> <p>            ক) নৈতিক          খ) সামাজিক</p> <p>            গ) আইনগত        ঘ) অর্থনৈতিক</p> <p>১৭।      তথ্য অধিকার আইন অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের কোন তথ্যটি জানার অধিকার রয়েছে?</p> <p>            ক) কারো ব্যক্তিগত জীবনের তথ্য</p> <p>            খ) দেশের প্রতিরক্ষাসংক্রান্ত তথ্য</p> <p>            গ) ত্রাণ বিতরণসংক্রান্ত তথ্য</p> <p>            ঘ) বিচারাধীন কোন বিষয়সংক্রান্ত তথ্য</p> <p>১৮।      তথ্য অধিকার আইন অনুযায়ী কোন কোন তথ্য</p> <p>            প্রদান বাধ্যতামূলক নয়?</p> <p>            i. পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কিত আগাম তথ্য</p> <p>            ii. তদন্তাধীন কোন বিষয়ের তথ্য</p> <p>            iii. কোন প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের তথ্য</p> <p>            নিচের কোনটি সঠিক?</p> <p>            ক) i ও ii            খ) i ও iii</p> <p>            গ) ii ও iii          ঘ) i, ii ও iii</p> <p>১৯।      জনগণের শাসন প্রতিষ্ঠায় কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ?</p> <p>            ক) তথ্য অধিকার খ) জননিরাপত্তার অধিকার</p> <p>            গ) নৈতিক অধিকার</p> <p>            ঘ) সামাজিক অধিকার</p> <p>২০।      একজন বিদেশি নিচের কোন অধিকার ভোগ করে না?</p> <p>            ক) সামাজিক অধিকার</p> <p>            খ) অর্থনৈতিক অধিকার</p> <p>            গ) রাজনৈতিক অধিকার</p> <p>            ঘ) নৈতিক অধিকার</p> <p>          উদ্দীপকটি পড়ে ২১নং প্রশ্নের উত্তর দাও :</p> <p>            তমা বিদ্যালয়ে যাওয়ার পথে কিছু বখাটে যুবক উত্তপ্ত করায় তার বাবা বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করে। প্রশাসন উক্ত যুবকদের এক মাসের কারাদণ্ড প্রদান করে।</p> <p>২১।      উদ্দীপকে তমার কোন ধরনের অধিকার খর্ব</p> <p>            হয়েছে?</p> <p>            ক) অর্থনৈতিক      খ) সামাজিক</p> <p>            গ) রাজনৈতিক     ঘ) আইনগত</p> <p>২২।      নগররাষ্ট্রে কারা নাগরিক ছিল না?</p> <p>            ক) নারী, বিদেশি ও ব্যবসায়ীরা</p> <p>            খ) নারী, বিদেশি ও গৃহভৃত্যরা</p> <p>            গ) নারী, বিদেশি ও কৃষকরা</p> <p>            ঘ) নারী, বিদেশি ও চাকরিজীবীরা</p> <p>২৩।      প্রাচীন গ্রিসে অবিচ্ছেদ্য বিষয়টি ছিল—</p> <p>            ক) নাগরিক ও সরকার</p> <p>            খ) নাগরিক ও নগররাষ্ট্র     </p> <p>            গ) সরকার ও রাষ্ট্র</p> <p>            ঘ) সমাজ ও রাষ্ট্র</p> <p>২৪।      সবুজের পিতা-মাতা ভারতীয়, কিন্তু সবুজ বাংলাদেশে জন্মগ্রহণ করে। এ ক্ষেত্রে সবুজের</p> <p>            নাগরিকতা হবে—</p> <p>            ক) উভয় দেশে    </p> <p>            খ) বাংলাদেশে</p> <p>            গ) ভারতে           ঘ) ওপরের কোনোটিই নয়</p> <p>২৫।      সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া নাগরিকের</p> <p>            কোন ধরনের গুণ?</p> <p>            ক) বিবেক           খ) বুদ্ধি</p> <p>            গ) ধৈর্য   ঘ) আত্মসংযম</p> <p>২৬।      সুনাগরিকের গুণাবলি হলো—</p> <p>            i. বুদ্ধি    ii. ন্যায়বোধ</p> <p>            iii. আত্মসংযম</p> <p>            নিচের কোনটি সঠিক?</p> <p>            ক) i ও ii            খ) i ও iii</p> <p>            গ) ii ও iii          ঘ) i, ii ও iii</p> <p>২৭।      তথ্য প্রাপ্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কত কর্মদিবসের মধ্যে অনুরোধকৃত তথ্য সরবরাহ করবেন?</p> <p>            ক) অনধিক ০৫ কর্মদিবস</p> <p>            খ) অনধিক ১০ কর্মদিবস</p> <p>            গ) অনধিক ১৫ কর্মদিবস</p> <p>            ঘ) অনধিক ২০ কর্মদিবস</p> <p>২৮।      রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য হলো—</p> <p>            i. আনুগত্য প্রকাশ করা</p> <p>            ii. বিদেশি শাসনমুক্ত করা</p> <p>            iii. সঠিক সময়ে কর প্রদান করা</p> <p>          নিচের কোনটি সঠিক?</p> <p>            ক) i ও ii            খ) i ও iii</p> <p>            গ) ii ও iii          ঘ) i, ii ও iii</p> <p>            নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের</p> <p>          উত্তর দাও :</p> <p>            জামাল সাহেবের ছাতক অঞ্চলে একটি চুনাপাথরের কারখানা আছে। একজন সচেতন নাগরিক হিসেবে তিনি প্রতিবছর কারখানার আয়ের ওপর সরকার নির্ধারিত কর পরিশোধ করেন।</p> <p>২৯।      জামাল সাহেবের দায়িত্বটিকে কী বলা যায়?</p> <p>            ক) আইনগত অধিকার        খ) নৈতিক অধিকার</p> <p>            গ)  আইনগত কর্তব্য          ঘ) নৈতিক কর্তব্য</p> <p>৩০।      জামাল সাহেবের উক্ত দায়িত্বটির সাথে নিচের</p> <p>            কোনটি অধিক সম্পর্কযুক্ত?</p> <p>            ক) নাগরিকের রাজনৈতিক অধিকার</p> <p>            খ) নাগরিকের সামাজিক অধিকার</p> <p>            গ) রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি</p> <p>            ঘ) রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা</p> <p> </p> <p><strong>          উত্তর : </strong>১. গ ২. ক ৩. খ ৪. খ ৫. গ ৬. ক ৭. খ ৮. গ ৯. খ ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. গ ২১. খ ২২. খ ২৩. খ ২৪. গ ২৫. ক ২৬. খ ২৭. ঘ ২৮. ঘ ২৯. গ ৩০. গ।</p> <p> </p>