<p>ক্যাডেট কলেজে ভর্তীচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ‘ডিজিটাল প্রযুক্তি’ বিষয়ের প্রশ্নোত্তর তুলে ধরা হলো।</p> <p>ডিজিটাল প্রযুক্তি<br /> ১। ইন্টারনেটের প্রধান আকর্ষণ কোনটি?<br /> উত্তর : ওয়েবসাইট।<br /> ২। ইন্টারনেটে ওয়েবসাইট দেখার জন্য কয়টি জিনিস দরকার?<br /> উত্তর : ২টি।<br /> ৩। ওয়েবসাইট খোলার জন্য অ্যাড্রেস লিখে কোন বাটনে ক্লিক করতে হয়?<br /> উত্তর : Enter বাটনে।<br /> ৪। ওয়েবসাইট খুঁজে পাওয়ার উপায় কী?<br /> উত্তর : ওয়েবসাইটের নাম দিয়ে।<br /> ৫। নিজের তথ্য অন্যের কাছে তুলে ধরার ব্যবস্থাকে কী বলে?<br /> উত্তর : ওয়েবসাইট।<br /> ৬। গুগল আর্থ কী কাজে ব্যবহৃত হয়?<br /> উত্তর : ইন্টারনেটে একটি এলাকার নিখুঁত ম্যাপ দেখার জন্য গুগল আর্থ ব্যবহৃত হয়।<br /> ৭। সবচেয়ে বড় ও জনপ্রিয় বিশ্বকোষ কোনটি?<br /> উত্তর : উইকিপিডিয়া।<br /> ৮। প্রথম ইন্টারনেটে কয়টি কম্পিউটার ছিল?<br /> উত্তর : চারটি।<br /> ৯। প্রয়োজন অনুসারে তথ্যগুলো নিচের কোনটির মাধ্যমে নামানো যায়?<br /> উত্তর : ইন্টারনেট।  <br /> ১০। ওয়েবসাইট ব্রাউজ করার জন্য কী ব্যবহার করা হয়?<br /> উত্তর : ব্রাউজার।<br /> ১১।  ‘অপেরা’ কী?<br /> উত্তর : ইন্টারনেট ব্রাউজার।<br /> ১২। ইন্টারনেটে ঘুরে বেড়ানোকে কী বলে?<br /> উত্তর : ব্রাউজিং।<br /> ১৩। সার্চ ইঞ্জিনের ঠিকানাটি কোথায় লিখতে হবে?<br /> উত্তর : অ্যাড্রেস বারে।<br /> ১৪। ওয়েবসাইটের মূল পাতাকে কী বলে?<br /> উত্তর : হোমপেজ।<br /> ১৫। ওএস কী<br /> উত্তর : অপারেটিং সিস্টেম।<br /> ১৬। ওপেন অফিস রাইটার<br /> দিয়ে কী ধরনের কাজ করা<br /> যায়?<br /> উত্তর : লেখালেখির কাজ।<br /> ১৭। লেখালেখির সঙ্গে ওয়ার্ড প্রসেসরের বড় পার্থক্য কোনটি?<br /> উত্তর : এডিটিং।<br /> ১৮। ফাইল, এডিট, ভিউ−এই শব্দগুলোকে কী বলা হয়?<br /> উত্তর : মেন্যু।<br /> ১৯। প্রতিটি ফাইলের জন্য কী থাকতে হয়?<br /> উত্তর : একটি নির্দিষ্ট নাম।<br /> ২০। কোনো লেখা Save করার পর তাকে কী বলে?<br /> উত্তর : ফাইল।<br /> ২১। Control কি কোথায় থাকে?<br /> উত্তর : কি-বোর্ডে।<br /> ২২। New অপশনটি কোন মেন্যুতে থাকে?<br /> উত্তর : File মেন্যুতে।<br /> ২৩। ওয়ার্ডের কোনো লেখা সংরক্ষণ করার পদ্ধতির নাম কী?<br /> উত্তর : Save করা।<br /> ২৪। টাইপরাইটারের সবচেয়ে বড় অসুবিধা কোনটি?<br /> উত্তর : এর মাধ্যমে ভুল শুদ্ধ করা যায় না।<br /> ২৫। ওয়ার্ড প্রসেসরে যখন লেখা হয় তখন কার্সরটি কোথায় থাকে?<br /> উত্তর : লেখার শেষে।</p>