<p>ক্যাডেট কলেজে ভর্তীচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ‘বিজ্ঞান’ বিষয়ের প্রশ্নোত্তর তুলে ধরা হলো।</p> <p>বিজ্ঞান<br /> ১। কোন ধরনের পদার্থ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী?<br /> ⊲ উত্তর : ধাতব পদার্থ।<br /> ২। লোহা, তামা ও নিকেল বিদ্যুৎ সুপরিবাহী নাকি কুপরিবাহী পদার্থ?<br /> ⊲ উত্তর : বিদ্যুৎ সুপরিবাহী।<br /> ৩। সালফার, ফরফরাস ও নাইট্রোজেন বিদ্যুৎ সুপরিবাহী নাকি অপরিবাহী পদার্থ?<br /> ⊲ উত্তর : অপরিবাহী পদার্থ।<br /> ৪। ধাতুতে আঘাত করলে কোন ধরনের শব্দ হয়?<br /> ⊲ উত্তর : ঝনঝন শব্দ।<br /> ৫। সোডিয়ামের পারমাণবিক ভর কত?<br /> ⊲ উত্তর : ২৩।<br /> ৬। খাবার লবণের সংকেত লেখো?<br /> ⊲ উত্তর : NaCI.<br /> ৭। পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত?<br /> ⊲ উত্তর : ১১৮টি।<br /> ৮। প্রকৃতি থেকে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা কত?<br /> ⊲ উত্তর : ৯৮টি।<br /> ৯। কৃত্রিমভাবে তৈরি মৌলিক পদার্থের সংখ্যা কয়টি?<br /> ⊲ উত্তর : ২০টি।<br /> ১০। পানি মৌলিক নাকি যৌগিক পদার্থ?<br /> ⊲ উত্তর : যৌগিক পদার্থ।<br /> ১১। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দিয়ে মৌলিক পদার্থের সবচেয়ে ছোট এককের নাম কী?<br /> ⊲ উত্তর : পরমাণু।<br /> ১২। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কয়টি?<br /> ⊲ উত্তর : ১১৮টি।<br /> ১৩। পরমাণু কয়টি স্থায়ী কণা দ্বারা গঠিত?<br /> ⊲ উত্তর : ৩টি।<br /> ১৪। পরমাণুর চার্জবিহীন কণা কোনটি?<br /> ⊲ উত্তর : নিউট্রন।<br /> ১৫। পরমাণুর ঋণাত্মক চার্জযুক্ত কণা কোনটি?<br /> ⊲ উত্তর : ইলেকট্রন।</p>