<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যে সফরে গেলে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ব্রিটিশ সরকার। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গত বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গত শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি কোনো ব্যক্তিবিশেষের মামলা নিয়ে অনুমাননির্ভর কথা বলব না। তবে যুক্তরাজ্য সরকার অবশ্যই দেশের ও আন্তর্জাতিক আইন মেনে চলার যে বাধ্যবাধকতা রয়েছে, তা সব সময় মেনে চলবে। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, তার দেশে আসন্ন জি-৭ নেতাদের বৈঠকে নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা বিষয়ে আলোচনা হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি হামলায় নিহত ১১ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবাননে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তুমুল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল শনিবার ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে একটি আটতলা আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে ১১ জন নিহত ও ৬০ জনেরও বেশি আহত হয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিভিল ডিফেন্স এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। গতকাল স্থানীয় সময় ভোরে ঘনবসতিপূর্ণ বাস্তা এলাকায় পাঁচটি ক্ষেপণাস্ত্র দিয়ে ভবনটি পুরোপুরি ধ্বংস করা হয়। এ ছাড়া বৈরুতের দক্ষিণবর্তী হাদাত এবং চৌইফাত এলাকাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের টায়ার শহরের সৈকতে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত তিন হাজার ৫ শরও বেশি মানুষ নিহত হয়েছে। সংঘাতের কারণে ১০ লাখেরও বেশি মানুষ তাদের ঘর-বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজায় ৪৮ ঘণ্টায় নিহত ১২০ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিনের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গাজাজুড়ে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১২০ জন নিহত এবং ২০৫ জন আহত হয়েছে। গাজায় গত বছরের অক্টোবর থেকে হামলায় এ পর্যন্ত ৪৪ হাজার ১৭৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখ চার হাজার ৪৭৩ জন। সূত্র : আলজাজিরা, বিবিসি, এএফপি</span></span></span></span></p>