<p>ভারতের ছত্তিশগড়ে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ১০ মাওবাদী নিহত হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকালে রাজ্যের কন্টার ভেজ্জি এলাকায় এই সংঘর্ষ হয়। গোপন সূত্রে কন্টা থানার পুলিশের কাছে খবর আসে, ওড়িশা হয়ে এক দল মাওবাদী কন্টা পেরিয়ে ছত্তিশগড়ে ঢুকছে। সেই খবর পাওয়ার পরই কন্টা থানা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডকে (ডিআরজি) খবর দেওয়া হয়। তার পরই দুই বাহিনী ভেজ্জি এলাকায় তল্লাশি অভিযানে যায়। কন্টার পুলিশ সুপার কিরণ চহ্বন বলেন, শুক্রবার সকালে ভেজ্জি এলাকায়  অভিযানে যেতেই তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় তারাও।</p> <p>পুলিশ সূত্র জানায়, এই সংঘর্ষে ১০ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। অভিযানে বহু অস্ত্র, বিস্ফোরক এবং বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। এর আগে গত শনিবার বস্তারে নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ মাওবাদী প্রাণ হারায়। গত অক্টোবরে দন্তেওয়াড়া-নারায়ণপুর সীমানার কাছে ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৮ মাওবাদী নিহত হয়। সংবাদ সংস্থা পিটিআইয়ের গত অক্টোবর মাসের এক প্রতিবেদনে জানায়, চলতি বছরে ২৩০ জনেরও বেশি মাওবাদীর মৃত্যু হয়েছে। গ্রেপ্তার হয়েছে ৮১২ জন। আত্মসমর্পণ করেছে ৭২৩ জন মাওবাদী। ওই প্রতিবেদন অনুসারে, ভারতের ৩৮টি জেলায় এখনো সক্রিয় রয়েছে মাওবাদীরা। প্রসঙ্গত, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ভারত থেকে মাওবাদী সহিংসতা নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্র : আনন্দবাজার পত্রিকা</p> <p> </p> <p> </p>