<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সেই সঙ্গে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালন্ট ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন  হামাসের সামরিক প্রধান মোহাম্মেদ দেইফের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। নেদারল্যান্ডসের হেগভিত্তিক আদালত আইসিসি এক বিবৃতিতে জানায়, অন্ততপক্ষে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ২০ মে পর্যন্ত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চেম্বার। হামাস কমান্ডার দেইফের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে আইসিসি নিশ্চিত করে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের দাবি, হামাস নেতা দেইফ গত ১৩ জুলাই দক্ষিণ গাজায় এক হামলায় নিহত হয়েছেন। যদিও হামাস তার মৃত্যুর খবর অস্বীকার করেছে। গত মে মাসে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান আদালতের কাছে নেতানিয়াহু, গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে অনুরোধ জানান। তিনি দেইফসহ হামাসের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা চান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের হামলায় রক্তাক্ত উত্তর গাজা: </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় অন্তত ৮৮ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যম বলছে, গত বুধবার রাতভর রক্তাক্ত হামলায় বহু মানুষ নিহত ও নিখোঁজ রয়েছে। অনেকে ধ্বংসস্তূপে চাপা পড়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর থেকে গাজার উদ্ধারকারীরা হতাহতদের উদ্ধারে চেষ্টা চালানো শুরু করে।  এদিকে ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি আটকাতে তোলা একটি বিল মার্কিন সিনেটে পাস হতে ব্যর্থ হয়েছে। জাতিসংঘে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবে ওয়াশিংটনের ভেটো দেওয়ার পরে মার্কিন সিনেটের এমন অবস্থানের খবর এলো। গাজায় ইসরায়েলের চলমান হামলার মধ্যে দেশটিতে মার্কিন অস্ত্র বিক্রির একটি চুক্তি আটকাতে গত বুধবার মার্কিন সিনেটে ভোটাভুটি হয়। এতে প্রস্তাবের পক্ষে মাত্র ১৮টি ভোট পড়ে। বিপক্ষে পড়ে ৭৯ ভোট। সূত্র : এএফপি, আলজাজিরা</span></span></span></span></span></p>