<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১১ সালে সিলেট গিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে নাম দিয়েছিলেন শ্রীভূমি। ১৯৪৭ সালে দেশ ভাগের পর সিলেটের করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড় আলাদা হয়ে ভারতের আসাম রাজ্যে ঢুকে যায়।  এবার সেই করিমগঞ্জের নাম বদল করতে চলেছে আসামের বিজেপি নেতৃত্বাধীন সরকার। গত মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, এই জেলার নাম পাল্টে দেওয়া হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে করিমগঞ্জ জেলার নাম বদল করা হচ্ছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার আসামের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর তার পরই এক্স হ্যান্ডলে এ ব্যাপারে পোস্ট করেছেন আসামের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে রাজ্যের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হচ্ছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>