<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ইলন মাস্কের। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি কমাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এই সহযোগী।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বৃহস্পতিবার মার্কিন পত্রিকা নিউইয়র্ক টাইমস লিখেছে, গত সোমবার ওয়াশিংটনে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবনির। ইরানের দুই সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে গণমাধ্যমটি জানিয়েছে, বৈঠক সদর্থক হয়েছে। ট্রাম্প জেতার পর ক্ষমতার অলিন্দে মাস্কের গুরুত্ব আরো বাড়বে বলেই ধারণা করা হয়েছিল। তবে যেভাবে ইরানের সঙ্গে মধ্যস্থতায় নামলেন তিনি, তা অভূতপূর্ব। সূত্র : এএফপি, ডয়চে ভেলে</span></span></span></span></p>