<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের প্রচারে অংশ নিচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দল তৃণমূল কংগ্রেস বিষয়টি নিশ্চিত করেছে। যদিও গত জুলাইয়ে মহারাষ্ট্র সফরকালে মমতা নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি তৃণমূলের কোনো শীর্ষ নেতার মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ সামনেই পশ্চিমবঙ্গে ছয়টি আসনে উপনির্বাচন। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নেতারা। দলীয় সূত্র বলছে, উদ্ধব ঠাকরের শিবসেনা, শারদ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেসের প্রার্থী ও তাঁদের নেতারা প্রচারে থাকছেন। তাই সেখানে গিয়ে প্রচারণায় বাগড়া দিতে চান না তৃণমূল কংগ্রেসের নেতারা। তবে মহারাষ্ট্রের ভোট নিয়ে পরামর্শ দিতে চায় দলটি। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রায়েনের মতে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারীশক্তি ও কর্মসংস্থান মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের মূল বিষয় হতে চলেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">                    সূত্র : আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p>