<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের মণিপুর রাজ্যে তিন সন্তানের মাকে ধর্ষণের পর স্বামীর সামনেই জীবন্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মণিপুরের জিরিবাম জেলার জাইরন গ্রামে ঘটনাটি ঘটেছে। ওই গ্রামের অন্তত ১৭টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বৃহস্পতিবার ৩১ বছর বয়সী এক আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর ওই নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগ রয়েছে, হামলাকারীরা গ্রামে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। আগুনও লাগিয়ে দেয়। নিহত নারীর স্বামী থানায় অভিযোগ করেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখন পর্যন্ত অভিযুক্তদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, হামলাকারীরা স্থানীয় বাসিন্দা। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছে গ্রামবাসী। মৃতের দেহ ময়নাতদন্ত হবে আসামের শিলচরে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে ২০২৩ সালের মে মাসে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে উত্তাল হয়েছিল মণিপুর। ঘটনার জেরে প্রাণ যায় দুই শতাধিক মানুষের। জ্বালিয়ে দেওয়া হয় বহু ঘরবাড়ি। পরিস্থিতি সামাল দিতে সেনা নামানো হয়েছিল। গত কয়েক মাসে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মণিপুরের একাধিক এলাকা। গত ৬ সেপ্টেম্বর বিষ্ণুপুর জেলায় সাবেক মুখ্যমন্ত্রী মেরেম্বাম কোইরেংয়ের বাড়িতে রকেট হামলা চালানো হয়। এরপর আরো উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের বহু এলাকা। এবার নতুন করে উত্তপ্ত হলো মণিপুর। কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন কুকি, জোমি, হমার গোষ্ঠীর নেতারা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া</span></span></p> <p style="text-align:left"> </p>