<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের গুজরাটের এক মন্দিরে কয়েক লাখ রুপি মূল্যের সোনার গয়না চুরির ঘটনা ঘটেছে। পঞ্চমহল জেলার পাভাগড় পাহাড়ের ওপর একটি কালীমন্দির থেকে কয়েক দিনে ৭৮ লাখ রুপির সোনার হার চুরি হয়েছে। পুলিশ জানায়, এই ঘটনায় তল্লাশি চালিয়ে এক সপ্তাহ পর বিদুরভাই বাসব নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে ছয়টি সোনার হার উদ্ধার করা হয়েছে। গত ২৮ অক্টোবর চুরি হয়ে গিয়েছিল ওই গয়নাগুলো। এ ব্যাপারে পুলিশ সুপার হিমাংশু সোলাঙ্কি জানান, স্থানীয় থানার পুলিশই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে। এ ছাড়াও চোর ধরার জন্য স্থানীয় কয়েকটি সূত্রকেও কাজে লাগায় পুলিশ। মন্দির এবং এর আশপাশের ১৫০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি বাইক নিয়ে মন্দিরের সামনে ঘোরাঘুরি করছে। তার পরই বিদুরভাই বাসবকে চিহ্নিত করা হয়। সূত্র : আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p>