<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে এক রুশ নাগরিককে অভিযুক্ত করেছেন ফিনিশ প্রসিকিউটররা। ফিনল্যান্ডের ন্যাশনাল প্রসিকিউটর অফিস অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেনি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৩৭ বছর বয়সী  ওই রুশ নাগরিককে  গত বছরের জুলাই মাসে ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছিল। ফিনিশ প্রসিকিউটর অফিস জানায়, ২০১৪ সালে ওই রুশ নাগরিক ইউক্রেনের বিরুদ্ধে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে লুহানস্ক অঞ্চলে যুদ্ধ করেছিলেন। অভিযোগে উল্লেখ করা হয় যে রাশিয়ার রুসিচ ইউনিটের ডেপুটি কমান্ডার ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, তিনি তাঁর সেনাদের সঙ্গে</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিয়ে</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২২ জন ইউক্রেনীয়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সেনাকে হত্যা করেছিলেন এবং চারজনকে গুরুতর আহত করেছিলেন। তাঁর বিরুদ্ধে এমনও কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, যা যুদ্ধকালীন আন্তর্জাতিক যুদ্ধ আইন এবং আহত ও নিহত শত্রুসেনাদের চিকিৎসা লাভের অধিকারের বিরুদ্ধে যায়। অভিযুক্ত ব্যক্তি নিজেকে নিরপরাধ দাবি করেছেন। ফিনিশ মিডিয়ার তথ্য অনুসারে জানা যায়, ওই রুশ নাগরিকের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নভুক্ত</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশগুলোতে</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল। তা সত্ত্বেও অভিযুক্ত রুশ নাগরিক তাঁর নাম এবং পরিচয় লুকিয়ে সম্পূর্ণ নতুন পরিচয়ে ফিনল্যান্ডে প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন। ফিনল্যান্ডের সুপ্রিম কোর্ট এর আগে এক রায়ে বলেছিলেন যে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযুক্ত রুশ নাগরিককে ইউক্রেনের হাতে তুলে দেওয়া হবে না। কারণ সেখানে পাঠালে তাঁর মানবাধিকার লঙ্ঘন হওয়া ছাড়াও উপযুক্ত চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রচলিত আন্তর্জাতিক যুদ্ধ অপরাধের আইনের আওতায় ফিনল্যান্ডেই তাঁর বিচার করা হবে বলে ফিনল্যান্ডের প্রসিকিউটররা জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>