<p>সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাট নামের একটি কাঠবিড়ালি বেশ জনপ্রিয়। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পরিবেশ সংরক্ষণ বিভাগ (ডিইসি) এক ব্যক্তির বাড়ি থেকে কাঠবিড়ালিটি উদ্ধার করেছে। এ ঘটনার পর কাঠবিড়ালিটি ফেরত পাওয়ার আবেদন করেছেন মার্ক লোঙ্গো নামের এক ব্যক্তি।</p> <p>ওই বাড়িতে অনিরাপদভাবে কাঠবিড়ালিটি রাখার অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন। মার্ক লোঙ্গো বলেন, ‘যারা পরিবেশ সংরক্ষণ বিভাগকে ডেকে এনে আমার পোষা কাঠবিড়ালি জব্দ করিয়েছেন, নরকে তাঁদের জন্য বিশেষ জায়গা বরাদ্দ আছে।’</p> <p>কাঠবিড়ালিটি তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার পক্ষে এক পিটিশনে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছে। গত বৃহস্পতিবার মার্ক লোঙ্গো ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, নিউইয়র্কের পরিবেশ সংরক্ষণ বিভাগের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য অর্থ সংগ্রহ করছেন। আইনি পথে হেঁটে কাঠবিড়ালিটি তিনি ফিরে পেতে চান।</p> <p>ডিইসি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বন্য প্রাণী অনিরাপদভাবে বাড়িতে রাখার ঘটনায় স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তি অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এসব প্রাণী থেকে জলাতঙ্ক ছড়ানোর শঙ্কা এবং বন্য প্রাণী অবৈধভাবে পোষ্য হিসেবে রাখার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে কাঠবিড়ালিটির বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি।</p> <p>লোঙ্গো জানিয়েছেন, সাত বছর আগে পিনাটকে নিজের বাসায় নিয়ে এসেছিলেন। কাঠবিড়ালিটির মা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। ছোট্ট পিনাটকে যত্ন করে বড় করে তুলেছেন তিনি। এরপর পরিবেশে ছেড়ে দিলেও সেটি লোঙ্গোর বাসায় ফিরে এসেছে। বন্য পরিবেশে গিয়ে অন্য কোনো প্রাণীর আক্রমণে কাঠবিড়ালিটির লেজ কেটে পড়ে গেছে।</p> <p>টুপি পরা পিনাটের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়। লোঙ্গো তাঁর ব্যাপারে ইনস্টাগ্রামে নিয়মিত আপডেট দিতেন। লোঙ্গোর বাসা থেকে একটি রেকুনও উদ্ধার করা হয়েছে। সূত্র : বিবিসি</p> <p> </p>