<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রশান্ত মহাসাগরে একটি ডামি ওয়ারহেড বহনকারী আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সফলভাবে উৎক্ষেপণ করেছে চীন। গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে উৎক্ষেপণ করা আইসিবিএম প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, নিয়মিত পরীক্ষা এবং বার্ষিক অনুশীলনের অংশ হিসেবে উৎক্ষেপণটি করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেইজিং জানিয়েছে, পার্শ্ববর্তী দেশগুলোকে এই পরীক্ষার ব্যাপারে আগেই জানানো হয়েছে। তবে জাপান অভিযোগ করেছে, আইসিবিএম পরীক্ষার ব্যাপারে তাদের কিছুই জানানো হয়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা সাধারণত নিজ ভূখণ্ডের অভ্যন্তরে হয়। দেশটি জিনজিয়াং অঞ্চলের তাকলামাকান মরুভূমিতে আইসিবিএম পরীক্ষা করেছে এর আগে। বিবিসির ধারণা, ১৯৮০ সালের পর এই প্রথমবার আন্তর্জাতিক পানিসীমায় আইসিবিএম পরীক্ষা করল চীন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ অঙ্কিত পাণ্ডা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি যদি ভুল না করি, আমার মনে হয় এটি প্রথমবার ঘটল যে, দীর্ঘ সময় পর এভাবে অস্ত্র পরীক্ষা করল চীন। বেইজিং এটাকে নিয়মিত এবং বার্ষিক অনুশীলন আখ্যায়িত করার বিষয়টিও অদ্ভুত। কারণ তারা এ ধরনের পরীক্ষা নিয়মিত বা বছরে করে না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা জানিয়েছেন, আইসিবিএম পরীক্ষার ব্যাপারে চীনের তরফ থেকে আগে কিছুই জানানো হয়নি। তবে এই পরীক্ষার ফলে তাঁদের কোনো ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছে। সূত্র : বিবিসি</span></span></span></span></span></p>