<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের উত্তর-পূর্ব রাজ্য মণিপুরে কুকি জনজাতির শীর্ষ সংগঠন কুকি ইনপি মণিপুর (কিআইএম) গত রবিবার মায়ানমার থেকে রাজ্যে ৯০০-এর বেশি কুকি জঙ্গি প্রবেশের খবর অস্বীকার করেছে। তারা  উল্টো অভিযোগ করছে, কুকির বদলে হয়তো মেইতে জঙ্গিরা রাজ্যে প্রবেশ করেছে। অন্যদিকে মেইতেদের সংগঠন অখণ্ড মণিপুর সমন্বয়কারী কমিটি বলছে, রাজ্যে ৬০ হাজার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং রাজ্য নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত ৩৫ হাজার সদস্য মোতায়েন রয়েছে। এমন নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে ৯০০ কুকি জঙ্গি মায়ানমার থেকে কিভাবে ঢুকেছে তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। এর আগে গত শুক্রবার মায়ানমার থেকে কুকি জঙ্গি প্রবেশের খবর দিয়ে মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ  সিং সাংবাদিকদের কাছে দাবি করেছেন, ২৮ সেপ্টেম্বরের মধ্যে মেইতে অধ্যুষিত গ্রামগুলোয় সমন্বিত হামলার পরিকল্পনা করছে। চলতি মাসে মণিপুরে কুকি ও মেইতে জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় রাজ্যে উত্তেজনা বিরাজ করছে।<br /> সূত্র : টাইমস অব ইন্ডিয়া</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>