<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজাজুড়ে তুমুল বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ দখলদারির অবসানের আহবান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত হওয়ার মধ্যে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার খবর এলো। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিনের ওয়াফা নিউজের বরাতে গতকাল বৃহস্পতিবার আলজাজিরা জানায়, গাজার উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলে আকাশযান প্রাণাঘাতী হামলা করেছে। জাবালিয়া শহরের এক বাড়িতে হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। দক্ষিণ গাজার রাফা শহরে অন্তত দুজন নিহত হয়েছে। নুসেইরাত শরণার্থীশিবিরে কোয়াডকপ্টার হামলায় কয়েকজন হতাহত হয়েছে।  </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে মাদ্রিদে গতকাল স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দুই নেতা গাজা ইস্যুসহ ফিলিস্তিনের ভূখণ্ডের আর্থিক প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় সানচেজকে ধন্যবাদ জানান আব্বাস। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির অন্য শীর্ষ কর্মকর্তাদের হত্যা করতে ইরানি চক্রান্তের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এ কথা জানিয়েছে। ইসরায়েলের পুলিশ ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বলেছে, ওই ব্যক্তি দুইবার গোপনে ইরানে গিয়েছিলেন এবং মিশন পরিচালনার জন্য অর্থ গ্রহণ করেছেন। এক যৌথ বিবৃতিতে তারা জানায়, সন্দেহভাজন একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তুরস্কে বসবাস করতেন। ওই ব্যক্তি তুর্কি যোগাযোগ মাধ্যমের সাহায্যে ইরানের সঙ্গে সম্পর্ক গড়তে পেরেছেন। গত মাসেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল বলে বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান গ্রেপ্তার সন্দেহভাজনের লক্ষ্যবস্তু ছিলেন। আঞ্চলিক চিরশত্রু ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে  তেহরানের ষড়যন্ত্রের অভিযোগ ও এই গ্রেপ্তারের ঘোষণাটি এলো। সূত্র : এএফপি</span></span></span></span></span></p> <p style="text-align:justify"> </p>