<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মণিপুরের তিন জেলায় কারফিউ শিথিল করা হয়েছে। পাশাপাশি প্রত্যাহার করা হয়েছে ইন্টারনেট নিষেধাজ্ঞা। গতকাল মঙ্গলবার থেকেই রাজ্যে স্কুল-কলেজ খোলার ঘোষণা দেওয়া হয়েছে। গত সোমবার রাজ্য সরকারের কমিশনার (হোম) এন অশোক কুমার জানিয়েছেন, লিজ লাইন, ভিএসটি, ব্রজব্যান্ড, ভিপিএন পরিষেবাসহ সব</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইন্টারনেট</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিষেবা অবিলম্বে</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চালু</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">করতে হবে। গতকাল</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">থেকে</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> খুলে দেওয়ারও নির্দেশ দেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে গত ১০ সেপ্টেম্বর মণিপুরের পাঁচ জেলায় বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। এই পাঁচ জেলা হলো পূর্ব ও পশ্চিম ইম্ফল, থৌবাল, বিষ্ণুপুর ও কাকচিং। ১০ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ১৫ সেপ্টেম্বর</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিকেল</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৩টা পর্যন্ত পাঁচ দিন পুরো রাজ্যে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সমাজমাধ্যমে বিভিন্ন ধরনের উসকানিমূলক গুজব ছড়ানো হচ্ছিল বলেই এই পদক্ষেপ নেওয়া হয় বলে নির্দেশে জানিয়েছিল সরকার। এর পাশাপাশি তিন জেলায় কারফিউও জারি করে প্রশাসন। প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। কখনো ড্রোন হামলা, কখনো</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্ষেপণাস্ত্র</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হামলা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, কখনো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আবার পুলিশের অস্ত্রাগার লুটের চেষ্টা করা হয়। সাম্প্রতিক নানা সহিংসতার ঘটনায় রাজ্যজুড়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এসব ঘটনায় আহত হয়েছে ১২ জনেরও বেশি মানুষ। প্রতিবাদে রাস্তায় নামে শিক্ষার্থীরাও। স্কুলের পোশাক পরেই ইম্ফলের রাস্তায় মিছিল করে তারা। পরিস্থিতি সামাল দিতে বন্ধ করে দেওয়া হয় স্কুল-কলেজও।<br /> সূত্র : আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p>