<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলায় গতকাল মঙ্গলবার শুনানি চলাকালে সুপ্রিম কোর্ট বলেছেন, মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া তাঁদের কাজ নয়। কলকাতার আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন রাজ্যটির চিকিৎসকরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিকিৎসকদের দাবি মেনে বিনীত গোয়েলকে সরিয়ে পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্কফোর্সে এডিজি করা হয়েছে। কলকাতার নতুন পুলিশ কমিশনার হয়েছেন মনোজ বর্মা।  সেই সঙ্গে পুলিশের শীর্ষ পদে আরো কিছু রদবদল করেছেন মমতা। গতকাল আরজি করে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার চতুর্থ শুনানি ছিল সুপ্রিম কোর্টে। জুনিয়র চিকিৎসকদের পক্ষে ছিলেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ। সিবিআইয়ের পক্ষে ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। রাজ্য সরকারের পক্ষে ছিলেন কপিল সিব্বল। শুনানির এক পর্যায়ে এক আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। বিচারের পদ্ধতি মেনে চলুন। আমরা চিকিৎসকদের চিন্তার বিষয়গুলো দেখছি। আপনি যদি বলেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দিতে হবে, সেটা হতে পারে না। এটা আমাদের কাজ নয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁদের দাবি মানা না পর্যন্ত অবস্থান তোলা হবে না বলে স্পষ্ট জানান তাঁরা। এ নিয়ে গত কয়েক দিন রাজ্যের মমতা সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে টানাপড়েন চলে। অচলাবস্থা কাটাতে গত শুক্রবার আন্দোলনকারীদের মঞ্চে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তার পর কালীঘাটে তাঁর বাড়িতে চিকিৎসকদের ডেকে পাঠানো হয় বৈঠকের জন্য। কিন্তু সরাসরি সম্প্রচারের দাবি রাজ্য সরকার না মানায় বৈঠক হয়নি। গত সোমবার শেষ পর্যন্ত রাজ্যের শর্ত মেনে নিয়ে সরাসরি সম্প্রচারের দাবি থেকে সরে আসেন জুনিয়র চিকিৎসকরা।<br /> সূত্র : আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p>