<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে করা ১৯ কোটি পাউন্ডের দুর্নীতির মামলার চূড়ান্ত রায়সহ তাঁর খালাসের বিষয়ে রায় সংরক্ষণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দেশটির দুর্নীতিবিরোধী আদালত এই সিদ্ধান্ত নেন। আগামীকাল শনিবার পর্যন্ত মামলাটির শুনানি মুলতবি ঘোষণা করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বুধবার দুর্নীতিবিরোধী আদালতের বিচারক নাসির জাবেদ রানা বুশরা বিবির খালাসের আবেদনের রায় সংরক্ষণ করেন। এই সংরক্ষিত রায় বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছিল। এর আগে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ডের দুর্নীতির অভিযোগে মামলা করে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল দেশটির পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে একটি অস্থায়ী আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে রায় সংরক্ষণ করেন আদালত। এ সময় ইমরান খান ও বুশরা বিবি এবং তাঁদের আইনজীবী জহির আব্বাস চৌধুরী ও উসমান রিয়াজ গুল আদালতে উপস্থিত ছিলেন। এনএবির কৌঁসুলি জেনারেল সরদার মাজহার আব্বাসি ও আমজাদ পারভেজসহ তাঁদের দলও আদালতে উপস্থিত ছিলেন। সূত্র : জিও নিউজ</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>