<p style="text-align:justify">সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধের প্রস্তাব উঠেছে দেশটির দুটি প্রাদেশিক পরিষদে। বেলুচিস্তানের পর আরেক পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে এ প্রস্তাব এসেছে। আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে জিও নিউজ।</p> <p style="text-align:justify">পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) রানা মুহাম্মাদ ফায়াজ পরিষদের সচিবালয়ের কাছে পিটিআই নিষিদ্ধের প্রস্তাব জমা দেন। প্রস্তাবে পিটিআইকে রাজনৈতিক দলের ছদ্মবেশে ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারী সংগঠন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।</p> <p style="text-align:justify">এই প্রস্তাবে পিটিআইয়ের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা, অরাজক পরিস্থিতি তৈরি করার দেওয়ার অভিযোগ আনা হয়েছে।</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার পাকিস্তান মুসলিম লীগ-নেওয়াজের (পিএমএল-এন) উদ্যোগে বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদেও পিটিআইকে নিষিদ্ধের একটি প্রস্তাব পাস হয়েছে।</p> <p style="text-align:justify">বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদেও পিটিআইয়ের বিরুদ্ধে বিচার বিভাগ, গণমাধ্যম ও অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ সংস্থার ক্ষতি করার অভিযোগ আনা হয়।</p> <p style="text-align:justify">ইসলামাবাদ ও দেশের অন্যান্য অংশে ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই কর্মী ও সমর্থকদের জোরালো বিক্ষোভের কারণে বিভিন্ন মহল থেকে পিটিআইয়ের কার্যক্রম সীমিত করার দাবি আসছে।</p> <p style="text-align:justify">প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর জন্য পিটিআইয়ের নিন্দা করেছেন।</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন শেহবাজ। সেখানেই তিনি ভবিষ্যতের যেকোনো দাঙ্গা প্রতিরোধ ও প্রতিহত করার জন্য একটি পৃথক, পেশাদার বাহিনী গঠনের নির্দেশ দেন।</p> <p style="text-align:justify">তিনি জানান, পিটিআইয়ের কার্যক্রমে দেশের কোটি কোটি রুপি ক্ষতি হয়েছে।</p> <p style="text-align:justify">ইসলামাবাদে পিটিআইর বিক্ষোভে ব্যাপক গোলযোগ সৃষ্টি হয়। সরকারি বাহিনীগুলোর দমন-পীড়ন অভিযানের মধ্যে এক পর্যায়ে বাধ্য হয়ে বিক্ষোভ প্রত্যাহার করে দলটি। সরকার মোট এক হাজার ১৫১ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে।</p> <p style="text-align:justify">পিটিআই নেতা সালমান আকরাম রাজা দাবি করেছেন, বিক্ষোভে ২০ জন নিহত হয়েছেন। তবে কর্তৃপক্ষ এই দাবি নাকচ করেছে।</p>