<p style="text-align:justify">চলতি বছরের ১৪ নভেম্বর পর্যন্ত ভারতের বিভিন্ন এয়ারলাইনস ও বিমানবন্দর ৯৯৯টি ভুয়া বোমা হামলার হুমকি পেয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) ভারতের উপবেসামরিক বিমান পরিবহনমন্ত্রী মুরলীধর মহল পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন।</p> <p style="text-align:justify">২০২৩ সালে পাওয়া হুমকির চেয়ে এ বছর প্রায় ১০ গুণ বেশি হুমকি এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু অক্টোবরের শেষ দুই সপ্তাহেই পাঁচ শতাধিক হুমকি এসেছে।’</p> <p style="text-align:justify">হঠাৎ করেই ভুয়া হুমকি বেড়ে যাওয়ায় ফ্লাইটের সময়সূচিতে বিপর্যয় ঘটেছে। উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। তবে মুরলীধর মহল বলেন, ‘সম্প্রতি পাওয়া হুমকিগুলো সবই ভুয়া। ভারতের বিমানবন্দর বা উড়োজাহাজে পাওয়া কোনো হুমকিরই সত্যতা পাওয়া যায়নি।’</p> <p style="text-align:justify">মন্ত্রী জানান, পুলিশ এখন পর্যন্ত ২৫৬টি অভিযোগ নথিভুক্ত করেছে এবং হুমকির ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করেছে।</p> <p style="text-align:justify">২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে বিমানবন্দরে মাত্র ১২০টি বোমা হামলার হুমকির সতর্কতা রেকর্ড করা হয়েছিল। এসব হুমকির প্রায় অর্ধেকই ভারতের বৃহত্তম বিমানবন্দর দিল্লি ও মুম্বাইকে নিশানা করে করা হয়েছিল।</p> <p style="text-align:justify">কিন্তু এ বছর এমন হুমকির ঘটনা নজিরবিহীনভাবে বেড়েছে। অক্টোবরে ভুয়া হুমকির কারণে বেশ কয়েকটি ফ্লাইটে বিলম্ব হয়েছে এবং আরো বেশ কয়েকটি ফ্লাইট অন্যপথে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।</p> <p style="text-align:justify">অক্টোবরে বোমা হামলার হুমকির পর সিঙ্গাপুরের বিমানবাহিনী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানকে নিরাপত্তা দিতে দুটি যুদ্ধবিমান পাঠায়।</p> <p style="text-align:justify">একই মাসে বোমা আতঙ্কের কারণে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে যুক্তরাষ্ট্রের শিকাগোগামী এয়ার ইন্ডিয়ার আরেকটি উড়োজাহাজ কানাডার একটি প্রত্যন্ত বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।</p>