<p>একজন শীর্ষস্থানীয় স্লোভাক পর্বতারোহী নেপালের সাত হাজার ২৩৪ মিটার উঁচু লাংটাং লিরুং পর্বতশৃঙ্গ থেকে নামার পথে মারা গেছেন। তিনি ইতিহাস সৃষ্টি করে পর্বতের পূর্ব দিক দিয়ে প্রথমবারের মতো চূড়ায় পৌঁছেছিলেন। স্লোভাকিয়ার পর্বতারোহী সংগঠন রবিবার এ তথ্য জানিয়েছে।</p> <p>ওন্দ্রে হুসেরকা স্লোভাকিয়ার জাতীয় পর্বতারোহী দলের একজন সদস্য। তিনি আল্পস, প্যাটাগোনিয়া, পামির পর্বতমালা ও হিমালয়ে আরোহণ করেছেন। বৃহস্পতিবার বরফের গভীর খাদে পড়ে যান তিনি। তার সঙ্গী চেক পর্বতারোহী মারে হলেচেক জানান, তারা পূর্ব দিক দিয়ে লাংটাং লিরুং পর্বতে প্রথমবারের মতো সফল অভিযান সম্পন্ন করেছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সব ‘আট হাজারি’ পর্বত আরোহণ করে নেপালি কিশোরের রেকর্ড" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/09/1728477467-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সব ‘আট হাজারি’ পর্বত আরোহণ করে নেপালি কিশোরের রেকর্ড</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/09/1433488" target="_blank"> </a></div> </div> <p>স্লোভাক পর্বতারোহী সংগঠন এসএইচএস জেমস একটি উদ্ধারকাজ শুরু করতে ফেসবুকে আহ্বান জানিয়েছিল। কিন্তু পরে রবিবার তারা জানায়, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার উড্ডয়ন সম্ভব হয়নি। এ ছাড়া ফেসবুকে এক আবেগঘন পোস্টে হুসেরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হলেচেক। তিনি বলেন, ‘৮ মিটার নিচে পড়ে একটি ঢালু জায়গায় আঘাত করার পর হুসেরকা বরফের গলিপথ দিয়ে আরো গভীরে নেমে যান।’</p> <p>হলেচেক আরো জানান, তিনি কয়েক ঘণ্টা ধরে হুসেরকাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। কারণ তিনি উল্টানো অবস্থায় আটকা পড়ে ছিলেন এবং সম্ভবত পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন।</p> <p>হলেচেক বলেন, ‘আমি তার কাছে নেমে যাই এবং চার ঘণ্টা তার সঙ্গে থাকি, যতক্ষণ না তার জীবনের আলো নিভে যায়। এর চেয়ে বেশি আর কিছু বলার নেই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৭৭০০ মিটার উঁচু থেকে পড়ে নেপালে ৫ রুশ পর্বতারোহী নিহত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/08/1728385253-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৭৭০০ মিটার উঁচু থেকে পড়ে নেপালে ৫ রুশ পর্বতারোহী নিহত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/08/1433130" target="_blank"> </a></div> </div> <p>এসএইচএস জেমস জানায়, নেপালের আবহাওয়ার কারণে আগামী কয়েক দিনের মধ্যে উদ্ধার অভিযান সম্ভব হবে না। তারা বলেছে, ‘মারে হলেচেকের সঙ্গে ফোনে আলাপ, গতকালের পোস্ট থেকে প্রাপ্ত তথ্য এবং লাংটাং লিরুংয়ের খারাপ আবহাওয়া বিবেচনায়, পরিবার ও বন্ধুরা এখন মেনে নিচ্ছেন, ওন্দ্রে আমাদের মধ্যে আর নেই।’</p> <p>স্লোভাক দৈনিক এসএমই ৩৪ বছর বয়সী হুসেরকাকে ‘স্লোভাকিয়ার অন্যতম সেরা পর্বতারোহী’ হিসেবে বর্ণনা করেছে, যিনি মূলত পাথর ও বরফ আরোহণে বিশেষ পারদর্শী ছিলেন।</p> <p>সূত্র : এএফপি</p>