<p>ইসরায়েলের হামলায় গাজায় আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খান ইউনিসের একটি ভবনেই মারা গেছেন ১৩ জন। ‘নিরাপদ অঞ্চল’ খ্যাত গাজার দক্ষিণের শহর আল-মাওয়াসিতে এ হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। আল-জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>গণমাধ্যমটির সানাদ এজেন্সির তথ্য মতে, ইসরায়েল আল-মাওয়াসিতে যে হামলা চালিয়েছে সেখানে যুক্তরাষ্টের তৈরি ২ হাজার পাউন্ড ওজনের এমকে-৮৪ বোমা ব্যবহার করা হয়েছে। ওই হামলায় কমপক্ষে ১৯ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে।</p> <p>গাজা থেকে আল জাজিরা প্রতিনিধি হানি মাহমুদ বলেন, ‘আমরা দেখছি যে তারা আবাসিক বাড়িগুলোতেও আক্রমণ করে করছে। কেন্দ্রীয় অঞ্চলের পূর্বাংশে বুরেজ শরণার্থী শিবিরে এবং নুসিরাত শরণার্থী শিবিরে তারা হামলা চালিয়েছে। পূর্ব খান ইউনিসের আল-কারা পরিবারের একটি বাড়িতেই ১৩ জন নিহত হয়। পরিবারটিতে দাদা-দাদি, বাবা-মা ও সন্তানসহ তিন প্রজন্ম ছিলেন।’</p> <p>ইউএনআরডব্লিউএর মতে, গাজার শিশুদের পোলিও টিকা দেওয়া জাতিসংঘের স্বাস্থ্যকর্মী এবং তাদের যানবাহনের ওপরও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে।</p> <p>গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এই পর্যন্ত অন্তত ৪১ হাজার ২০ জন নিহত এবং ৯৪ হাজার ৯২৫ জন ফিলিস্তিনি আহত হয়েছে। অপরদিকে হামাসের হামলায় ইসরায়েলের ১ হাজার ১৩৯ জন নিহত হয়। এছাড়া ২০০ জনেরও বেশি লোককে বন্দী করে।</p> <p>সূত্র : আল জাজিরা</p>