<p>ভেনিজুয়েলার সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ রবিবার মাতৃভূমি ছেড়ে পালিয়েছেন। তিনি স্পেনে পৌঁছেছেন। স্পেনের বিমানবাহিনীর একটি বিমান তাকে নিয়ে মাদ্রিদের টরেজোন বিমানঘাঁটিতে পৌঁছয়। সেখানে তাকে রাজনৈতিক আশ্রয় প্রদান করা হবে।</p> <p>গঞ্জালেজ ভেনিজুয়েলায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। চলতি বছরের জুলাইয়ে ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিপক্ষে লড়েন বিরোধী প্রার্থী গঞ্জালেজ। নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধ দেখা দেয়। মাদুরোকে জয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ। তবে বিরোধীরা ফলাফল মানতে অস্বীকার করে। তাদের দাবি, নির্বাচনে বিরোধী প্রার্থী গঞ্জালেজ জয়ী হয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভোট ‘কারচুপি’র প্রতিবাদে দেশে-বিদেশে ভেনিজুয়েলানদের বিক্ষোভ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/18/1723990505-331250e9710ba8fd824be1a4d6025c50.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভোট ‘কারচুপি’র প্রতিবাদে দেশে-বিদেশে ভেনিজুয়েলানদের বিক্ষোভ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/08/18/1416262" target="_blank"> </a></div> </div> <p>মাদুরোর উপপ্রধান জানিয়েছেন, স্পেনের ক্যারাকাস দূতাবাসে ‘স্বেচ্ছায়’ আশ্রয় চাওয়ার পর ভেনিজুয়েলা গঞ্জালেজের নিরাপদ যাত্রা নিশ্চিত করেছে।</p> <p>স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবেয়ারেস আগে বলেছিলেন, স্পেন গঞ্জালেজকে আশ্রয় দেবে। কারণ তারা ‘ভেনিজুয়েলার সব নাগরিকের রাজনৈতিক অধিকার’ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।</p> <p>ভেনিজুয়েলান কর্তৃপক্ষ ষড়যন্ত্র, নকল নথি তৈরিসহ গুরুত্বপূর্ণ অভিযোগে গ্রেপ্তারের চেষ্টার এক সপ্তাহ পরে ৭৫ বছর বয়সী গঞ্জালেজ দেশ ছাড়লেন। তিনি ৩০ জুলাই থেকে আত্মগোপনে ছিলেন। তিনি মার্চ মাসের আগে ব্যাপকভাবে পরিচিত ছিলেন না। সেই সময় প্রধান বিরোধী জোট তাকে তাদের প্রার্থী হিসেবে নিবন্ধিত করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভেনিজুয়েলায় মাদুরোকে বিজয়ী ঘোষণা করে সুপ্রিম কোর্টের রায়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/23/1724418656-a1a5379be39da990c5112edd7ecd79a7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভেনিজুয়েলায় মাদুরোকে বিজয়ী ঘোষণা করে সুপ্রিম কোর্টের রায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/08/23/1417961" target="_blank"> </a></div> </div> <p>ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল গঞ্জালেজের পলায়নকে ‘ভেনিজুয়েলায় গণতন্ত্রের জন্য একটি দুঃখজনক দিন’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘একটি গণতন্ত্রে কোনো রাজনৈতিক নেতাকে অন্য দেশে আশ্রয় খোঁজার জন্য বাধ্য করা উচিত নয়।’</p> <p>গঞ্জালেজের পলায়ন এমন সময় ঘটল, যখন ভেনিজুয়েলায় নিরাপত্তা বাহিনী রাজধানী ক্যারাকাসে আর্জেন্টিনার দূতাবাসকে ঘিরে রেখেছে। সেখানে বিরোধী নেতৃস্থানীয় ছয় ব্যক্তি আশ্রয় নিয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা চলছে।</p> <p>সূত্র : বিবিসি</p>