<p>পশ্চিম ইয়েমেনের আল-হুদাইদাহ প্রদেশে বন্যা ও ভারি বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জন। গতকাল শুক্রবার স্থানীয় সাবা নিউজ এজেন্সির বরাত দিয়ে আনাদোলুর প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। </p> <p> হুথি-সম্পর্কিত সাবা নিউজ এজেন্সি প্রদেশের জরুরি কমিটির বিবৃতিকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রাদেশিক রাজধানী আল হুদায়দা সিটির প্রবেশমুখও বন্যার পানিতে ডুবে গেছে। এ ছাড়া প্রদেশের বিভিন্ন গ্রাম-শহরে হাজার হাজার বাড়িঘর ডুবে গেছে, অবকাঠামো এবং কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু এলাকার পথ-ঘাট ও সড়ক যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেছে।</p> <p>এ ছাড়া আরো জানানো হয়, আগস্টের শুরু থেকে আল-হুদাইদাহ প্রদেশে বন্যা ও ভারি বৃষ্টিপাতের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জন  এবং আহত হয়েছে ২৫ জন। </p> <p>জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, গত জুলাই থেকে ইয়েমেনে মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং ২লাখ ৫০ হাজারের বেশি বাস্তুচ্যুত হয়েছে।’</p> <p>দেশটিতে ইয়েমেনি সরকার এবং হুথিদের মধ্যে এক দশকের দীর্ঘ সময় ধরে সংঘাত চলছে। ফলে দেশটির অবকাঠামো এবং স্বাস্থ্য সুবিধাগুলো খারাপভাবে ক্ষতিগ্রস্ত এবং একটি বিপর্যয়কর মানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।</p> <p>সূত্র : মিডিল ইষ্ট মনিটর।</p>