<p>ক্রেমলিন শুক্রবার জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য মঙ্গোলিয়ায় সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করা হতে পারে বলে তারা উদ্বিগ্ন নয়।</p> <p>আইসিসি রুশ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। হেগভিত্তিক এই আদালত ২০২৩ সালের মার্চ মাসে ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে বিতাড়নের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই ঘটনার পর আইসিসির সদস্য কোনো দেশে তিনি প্রথমবার সফরে যাচ্ছেন। তিনি মঙ্গলবার (২৭ আগস্ট) মঙ্গোলিয়া সফর করবেন।</p> <p>ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘কোনো উদ্বেগ নেই, আমাদের মঙ্গোলিয়ার বন্ধুদের সঙ্গে দারুণ সংলাপ রয়েছে।’</p> <p>পুতিনের সফরের আগে মস্কো উলানবাটরের সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আলোচনা করেছে কি না, জানতে চাইলে পেসকভ বলেন, ‘সফরের সব দিক সাবধানে প্রস্তুত করা হয়েছে।’</p> <p>মঙ্গোলিয়া ২০০০ সালের ডিসেম্বরে আইসিসির রোম চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুসারে, পুতিন আইসিসির কোনো সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে পা রাখলে, সেই রাষ্ট্র পরোয়ানা কার্যকর করবে বলে প্রত্যাশা করা হবে। মস্কো অবশ্য এই পরোয়ানাকে তুচ্ছজ্ঞান করেছে। যদিও তিনি ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে বিদেশ সফর ব্যাপকভাবে কমিয়ে দিয়েছেন। তিনি এখন পর্যন্ত আইসিসির সদস্য রাষ্ট্রগুলোতে সফর করেননি।</p> <p>সূত্র : এএফপি</p>