<p>কেনিয়ার পুলিশ সোমবার একজন সন্দেহভাজন সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে। তিনি স্বীকার করেছেন, স্ত্রীসহ ৪২ জন নারীকে হত্যার করেছেন। শুধু তা-ই নয়, হত্যার পরে লাশ টুকরা টুকরা করে নাইরোবিতে ভাগাড়ে ফেলেছেন। শুক্রবার থেকে এ পর্যন্ত রাজধানীর দক্ষিণে মুকুরু বস্তিতে ময়লার ভাগাড় থেকে প্লাস্টিকের ব্যাগে মোট খণ্ডিত মৃতদেহ পাওয়া গেছে।</p> <p>পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক ডগলাস কানজা বলেছেন, কলি ন্স জুমাইসি খালুশা নামের ৩৩ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তিকে স্থানীয় সময় সোমবার রাত ৩টায় নাইরোবির একটি বারের কাছ থেকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি ইউরো ২০২৪ ফুটবল ফাইনাল দেখছিলেন।</p> <p>অপরাধ তদন্ত অধিদপ্তরের (ডিসিআই) প্রধান মোহাম্মদ আমিন সাংবাদিকদের বলেন, ‘আমরা একজন সিরিয়াল কিলারকে মোকাবেলা করছি। একজন সাইকোপ্যাথিক সিরিয়াল কিলার, যার মানুষের জীবনের প্রতি কোনো সম্মান নেই। আমরা একটি ভ্যাম্পায়ার, একটি সাইকোপ্যাথের সঙ্গে ডিল করছি।’</p> <p>আমিনের দেওয়া তথ্য মতে, খালুশা দাবি করেছেন, ২০২২ সাল থেকে চলতি বছরের ১১ জুলাই পর্যন্ত তিনি এসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি ৪২ নারীর লাশ ময়লার ভাগাড়ে ফেলার কথা স্বীকার করেছেন। তার স্ত্রী ছিল প্রথম শিকার, যাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ টুকরা টুকরা করেছেন তিনি।</p> <p>এখন পর্যন্ত ৯টি বিকৃত ও খণ্ডিত মৃতদেহ অপরাধের স্থান থেকে উদ্ধার করা হয়েছে জানিয়ে পুলিশ বলেছে, খালুশাকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।</p> <p>সূত্র : এএফপি</p>