<p>এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে প্রস্তুতি চলছে বাংলাদেশ যুব ফুটবল দলের। উয়েফা 'এ' লাইসেন্সধারী কোচ মারুফুল হকের দায়িত্বে এখন বুয়েট মাঠে অনুশীলন করছেন ফুটবলাররা। কিন্তু ক্যাম্পে নেই বসুন্ধরা কিংসের কোনো ফুটবলার। তাদেরকে যে অনুশীলনেই রাখেননি এই কোচ! আর এতেই ক্ষুব্ধ বসুন্ধরা কিংস। মারুফুল হকের অপেশাদার আচরণ উল্লেখ করে, ক্লাব সেক্রেটারি বিদ্যুৎ কুমার ভৌমিক সাক্ষরিত একটি চিঠি ইতোমধ্যে ফুটবল ফেডারেশন বরাবর পাঠিয়েছে বসুন্ধরা কিংস। </p> <p>যুব দলে বসুন্ধরা কিংসের ছয়জন ফুটবলারকে চেয়েছিলেন মারুফুল হক। তারা হলেন; গোলরক্ষক মোহাম্মদ আসিফ, ডিফেন্ডার রিমন হোসেন,  মিডফিল্ডার মজিবুর রহমান জনি, চন্দন রায় ও মহসিন আহমেদ এবং ফরোয়ার্ড রাব্বী হোসেন রাহুল। এদের মধ্যে রাব্বী চোট সমস্যায় এবং মজিবুর শারীরিক অসুস্থতায় আছেন। চন্দন এবং রিমন নতুন কোচ ভ্যালেরিও তিতার সঙ্গে সেভাবে অনুশীলন করেননি। দলের সঙ্গে মানিয়ে নিতেই তাদেরকে কয়েকদিন পরে ছাড়তে চেয়েছিল কিংস।</p> <p>এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে আসিফ ও মহসীন ক্লাব ছেড়ে যুব দলের ক্যাম্পে যোগ দেন। শুক্রবার বিশ্রামে থাকার পর শনিবার ও রবিবার দলের সঙ্গে অনুশীলন করেন। গতকাল রবিবার অনুশীলনের পর মারুফুল হক এই দুজনকে জানিয়ে দেন, তাদের আর অনুশীলন করতে হবে না এবং বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের ছাড়াই ভিয়েতনামে খেলতে যাবে যুব দল। পরে কিংসে যোগাযোগ করে তারা দুজন ফিরে আসেন ক্লাবে।</p> <p>এই ঘটনায় মারুফুলের আচরণে ক্ষুব্ধ বসুন্ধরা কিংস। বাফুফে সাধারণ সম্পাদক বরাবর একটি চিঠি দিয়ে কিংস জানিয়েছে,'একজন প্রধান কোচের কাছ থেকে এমন অপেশাদার আচরণ অগ্রহণযোগ্য। আমরা বসুন্ধরা কিংস জানাতে চাই যে, এটা অত্যন্ত গুরুতর শৃঙ্খলামূলক আচরণ যা আমরা মানতে পারি না। ভবিষ্যতে এমন নির্দিষ্ট কোচের অধীনে আমরা বয়সভিত্তিক, পুরুষ ও নারী জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়ব না।'</p> <p>গত জুলাইয়ে দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই অনূর্ধ্ব-২০ দলের অনুশীলন চলমান ছিল। এই দলের আবাসন ও অনুশীলন সুবিধা দিয়েছিল বসুন্ধরা কিংসই। নানা সময়ে জাতীয় দলের অনুশীলনও হয় কিংস অ্যারেনায়। যুব সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর চলমান ক্যাম্পের কিছুদিন অনুশীলন হয়ে কিংসের মাঠেই। কিংস তাদের চিঠিতে আরও জানিয়েছে,'আমরা আশা করছি, বাফুফে এই ব্যাপারে কঠোর অবস্থান নেবে। তা না হলে ভবিষ্যতে বাফুফে ও বসুন্ধরা কিংসের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে।'  </p> <p>ফিফা উন্ডোতে যেমন ৪৮ ঘন্টার আগে ক্লাবগুলোকে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে হয় যুব দলের ক্ষেত্রে তেমন বাধ্যবাধকতা নেই। এরপরও কিংস চেয়েছিল ভিয়েতনামে যাওয়ার আগেই তাদের ফুটবলারদের ছেড়ে দিতে। কিন্তু তার আগেই কোচের এমন অপেশাদার আচরণ মেনে নিতে পারছে না দেশের শীর্ষ এই ক্লাবটি।</p> <p>আগামী ২১ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান কাপ বাছাই। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম, সিরিয়া, ভুটান ও গুয়াম।</p>