<p>প্রথম ফুটবলার হিসেবে অফিশিয়াল ম্যাচে ৯০০ গোলের অনন্য রেকর্ড করেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই মাইলফলক স্পর্শ করায় রোনালদোর ক্লাব আল নাসের তাকে বিশেষ সম্মাননা দিয়েছে। তার হাতে তুলে দেওয়া হয় ‘গড ৯০০ গোলস’ লেখা একটি জার্সি।</p> <p>আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের হয়ে নেশন্স লিগে ৯ শ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন এই পর্তুগিজ মহাতারকা। পরের ম্যাচে আরও এক গোল করে সংখ্যাটিকে ৯০১—এ নিয়ে যান তিনি। সেই মাইলফলকের স্বীকৃতি হিসেবে নিজ ক্লাবে ফিরে অভ্যর্থনা পেলেন রোনালদো। দেওয়া হয় বিশেষ একটি জার্সি।  এ সময় সেই জার্সি ধরে হাসি মুখে রোনালদোকে দাঁড়িয়ে পেজ দিতেও দেখা যায়। এ দিন রোনালদোর এই অর্জনকে উদ্‌যাপন করেছেন আল নাসরের সমর্থকেরাও। ৯০০ লেখা বিশালাকার তিফো নিয়ে গ্যালারি মাতিয়ে রাখেন তারাও।</p> <p><img alt="তিফো নিয়ে গ্যালারি মাতিয়ে রাখেন আল নাসরের সমর্থকেরাও।" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/timir/11 (1).jpg" width="1000" /></p> <p>রোনালদো অবশ্যই এখনই থামছেন না। করতে চান ১ হাজার গোল। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে সাবেক সতীর্থ রিও ফার্ডিনান্ডের সঙ্গে আলাপে এই কথা বলেন সিআর সেভেন। </p> <p>রোনালদোকে সম্মাননা দেওয়ার রাতে ড্র করেছে তার দল আল নাসের। শেষ মুহূর্তে যোগ করা সময়ের ৯ মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে ১-১ গোলর ড্রয়ে কোনোরকমে হার এড়ায় আল নাসর। এই ড্রয়ে টেবিলে ৬ নম্বরে আছে আল নাসর। তিন ম্যাচে একটি জিতলেও ড্র করেছে অন্য দুই ম্যাচে।</p>