<p style="text-align:justify">বাংলাদেশ ফুটবলে এখন একটা দৃশ্য খুবই পরিচিত। বাংলাদেশের জয়ের ম্যাচে শেখ মোরসালিনের গোল থাকবেই। ভুটানের বিপক্ষে অবশ্য এখনো ম্যাচ জেতেনি বাংলাদেশ। তবে ১৮ বছর বয়সী ফরোয়ার্ড গোল পেয়েছেন এমন ম্যাচ কখন হারেনি বাংলাদেশ।</p> <p style="text-align:justify">ফিফা প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে বিরতিতে যাওয়ার আগে দলকে এগিয়ে দিয়েছেন মোরসালিন। চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার ৭ মিনিটের মাথায় গোলের দেখা পান বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড। রাকিব হোসেনের ক্রসে ক্যারিয়ারের পঞ্চম গোল করেন তিনি। গোলে অবশ্য কিছুটা অবদান রয়েছে ভুটানের গোলরক্ষক শেরিং ডেন্ডুপের। রাকিবের ক্রস তালুবন্দি করতে গিয়ে ফসকে গেলে সামনেই থাকা মোরসালিন বল জালে জড়াতে ভুল করেননি।</p> <p style="text-align:justify">পরে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে বিরতিতে যায় দুই দল। ৪১ মিনিটে অবশ্য আরেকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ভুটানের গোলরক্ষক ডেন্ডুপ বক্সের বাইরে এসে বল ক্লিয়ার করে দেন। দুই দল বেশ কিছু আক্রমণের চেষ্টা করলেও ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলে।</p> <p style="text-align:justify">এর আগে নিয়মিত অধিনায়ককে ছাড়াই খেলতে নামে বাংলাদেশ। সর্বশেষ লেবাননের বিপক্ষে ম্যাচে জামাল ভুঁইয়া থাকলেও এ ম্যাচে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। তবে চোট কাটিয়ে ফিরেছেন সোহেল রানা জুনিয়র, ফয়সাল আহমেদ ফাহিম ও বিশ্বনাথ ঘোষ।</p>