<p style="text-align:justify">নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়াকে ছাড়াই আজ সন্ধায় ৬টায় চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। সর্বশেষ লেবাননের বিপক্ষে ম্যাচে থাকলেও এ ম্যাচে তাকে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা।</p> <p style="text-align:justify">জামালের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন সোহেল রানা জুনিয়র। লেবাননের বিপক্ষে ৪-০ গোলে হারার ম্যাচে চোটের কারণে ছিলেন না এই মিডফিল্ডার। সোহেলের সঙ্গে চোট কাটিয়ে একাদশে ফিরেছেন ফয়সাল আহমেদ ফাহিম। এ ছাড়া ফিরেছেন বিশ্বনাথ ঘোষও।</p> <p style="text-align:justify">ভুটানের বিপক্ষে সবশেষ চার ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে এবারও সেই ধারা অব্যাহত রাখতে চান বলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন কোচ কাবরেরা ও অধিনায়ক জামাল।</p> <p style="text-align:justify">বাংলাদেশের একাদশ-</p> <p style="text-align:justify"><strong>গোলরক্ষক </strong>: মিতুল মারমা</p> <p style="text-align:justify"><strong>রক্ষণ </strong>: তপু বর্মণ, শাকিল হোসেন, সাদ উদ্দিন ও বিশ্বনাথ ঘোষ</p> <p style="text-align:justify"><strong>মধ্যমাঠ </strong>: মোহাম্মদ হৃদয়, সোহেল রানা ও সোহেল রানা জুনিয়র</p> <p style="text-align:justify"><strong>আক্রমণ </strong>: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন ও শেখ মোরসালিন।</p>