<p>বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার তারিক কাজীর জন্ম ও বেড়ে ওঠা ফিনল্যান্ডে। দেশটির নিয়ম অনুযায়ী তরুণদের বাধ্যতামূলক ছয় মাসের মিলিটারি সার্ভিস প্রদান করতে হয়। সেটা করতেই তারিক এখন আছেন ফিনল্যান্ডে। গত জুলাইয়ে মিলিটারির এই ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। যে কারণে ভুটানের বিপক্ষে আজ ও ৮ সেপ্টেম্বরের দুটি প্রীতি ম্যাচে বাংলাদেশ দলে নেই ২৩ বছরের এই ডিফেন্ডার। ছয় মাসের প্রশিক্ষণ শেষে আবার বাংলাদেশে ফিরবেন বসুন্ধরা কিংসে খেলা এই ফুটবলার।</p> <p>ফিনল্যান্ডের মিলিটারি ক্যাম্পে থাকলেও তারিকের মন পড়ে আছে ভুটানে বাংলাদেশ দলের সঙ্গে। বাফুফের দেওয়া ভিডিও বার্তায় তারিক শুভ কামনা জানিয়ে বলেছেন, 'বাংলাদেশ দলের জন্য উষ্ণ অভিনন্দন ও শুভ কামনা। আজ ভুটানের বিপক্ষে ম্যাচ, আমারও ইচ্ছা ছিল দলের সঙ্গে থাকার কিন্তু আমি ফিনল্যান্ডে মিলিটারি সার্ভিসে আছি। আশা করি, সবার সঙ্গে তাড়াতাড়ি দেখা হবে এবং শিগগিরই ফিরে আসব বসুন্ধরা কিংস ও বাংলাদেশ জাতীয় দলে। তার আগ পর্যন্ত সবাইকে শুভ কামনা।'</p> <p>তারিকের বাবা একজন বাংলাদেশি। তার বাবা শহীদুল কাজী ১৯৮০-এর দশকে ফিনল্যান্ড প্রবাসী হন। মা ফিনিশ, নাম আনু পিলয়া। চার ভাই-বোনের মধ্যে তারিক দ্বিতীয়। বাবার গ্রামের বাড়ি নওগাঁতে। প্রবাসী ফুটবলার হিসেবেই ২০২১ সালে বাংলাদেশ দলে অভিষেক হয় তার। এখন পর্যন্ত লাল-সবুজের জার্সিতে ২৩টি ম্যাচ খেলেছেন তারিক, গোল আছে দুটি।</p>