<p style="text-align:justify">পাকিস্তান সফরে অনেক প্রথমের সাক্ষী হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট, সিরিজ জয়সহ আরো অনেক কিছুতে। দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করার পথে অনবদ্য অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ।</p> <p style="text-align:justify">সিরিজে-ব্যাটে বলে অবদান রাখা মিরাজ দলের বাইরে ব্যক্তিগত এক জায়গায় প্রথমের সাক্ষী হয়েছেন। আর তা হচ্ছে প্রথমবারের মতো প্রতিপক্ষের মাটিতে সিরিজসেরার স্বীকৃতি পেয়েছেন তিনি। সিরিজে ১৫৫ রান ও ১০ উইকেটের বিনিময়ে প্রাপ্য পুরস্কার ট্রফি নিজের কাছে রাখলেও অর্থ দান করেছেন তিনি।</p> <p style="text-align:justify">পুরস্কারের টাকা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দিয়েছেন মিরাজ। সঙ্গে তার সিরিজসেরার পুরস্কার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের উদ্দেশে উৎসর্গ করেছেন বাংলাদেশি অলরাউন্ডার। </p> <p style="text-align:justify">মিরাজ বলেছেন, ‘প্রথমবার বিদেশের মাটিতে সিরিজসেরার পুরস্কার পেয়েছি। তাই আমি ভীষণ খুশি। সম্প্রতি আমাদের দেশ কঠিন সমস্যার মুখোমুখি দাঁড়িয়েছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের উৎসর্গ করছি সিরিজসেরার পুরস্কার। সেই সময় একজন রিকশাচালক আহত হয়েছিলেন। কিছুদিন পর মারা গেছেন। পুরস্কারের অর্থ তার পরিবারকে দান করতে চাই।’</p>