<p>‘কারো সম্পর্কেই এভাবে কথা বলা ঠিক নয়’—বিদায়ি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন যে বক্তব্য নিয়ে এত সোচ্চার, সেটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। আগের দিন রাতে চট্টগ্রামে তাঁর দল জেতার পর সংবাদ সম্মেলনে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে জাকের আলীর সুযোগ না পাওয়া নিয়ে উচ্চকণ্ঠ হতে গিয়ে বলেন, ‘জাকেরের কথা সব সময় আপনারা ভুলে যান। ছেলেটার হয়তো চেহারা একটু কালো, এই কারণে আমার মনে হয় বোর্ডও তাঁকে দেখে না ঠিকমতো!’</p> <p>গত বছর মার্চে দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পাওয়া জাকেরের বাদ পড়া নিয়ে প্রশ্ন তোলাতে কোনো আপত্তি অবশ্য দেখেন না আরেক নির্বাচক হাবিবুল বাশার। তাঁর আপত্তির জায়গাটি শুধু সালাউদ্দিনের বক্তব্যের নির্দিষ্ট একটি অংশই, ‘কারো বাদ পড়া বা জায়গা পাওয়া নিয়ে কথা হতেই পারে।</p> <p>কিন্তু কারো গায়ের রং নিয়ে মন্তব্য করা ঠিক নয়। এটি মোটেও শোভন দেখায় না।’ কুমিল্লার উইকেটরক্ষক-ব্যাটার কখনোই নির্বাচকদের দৃষ্টিসীমার বাইরে ছিলেন না বলে জানিয়ে মিনহাজুল যোগ করলেন, “ও আমাদের সিস্টেমেই আছে। এইচপির পর ‘এ’ দলেও নিয়মিত এখন।</p> <p>কম্বিনেশনের কারণে অনেক সময় দলে জায়গা হয় না। এখন খেলছে না, সামনে নিশ্চয়ই খেলবে।’ যত দূর জানা গেছে, শ্রীলঙ্কা সিরিজে জাকেরকে একটি ম্যাচ খেলানোর পরিকল্পনা আগে থেকেই আছে নির্বাচকদের। বিপিএলে কিপিং না করলেও তাঁকে কিপার হিসেবে খেলানোরই চিন্তা। সেটি সিরিজের প্রথম দুই ম্যাচের পর শীর্ষ কোনো ক্রিকেটারকে বিশ্রামে পাঠিয়ে।</p>