<p>বাংলাদেশ দলের সাবেক ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট এবার আফগানিস্তানের নতুন ফিল্ডিং কোচের দায়িত্ব পেয়েছেন। আগামী মাসে আফগানিস্তানের শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে যোগ দেবেন ম্যাকডারমট। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে চুক্তি ঠিক কতদিনের জন্য সেটি অবশ্য বিবৃতিতে জানায়নি এসিবি।</p> <p>এর আগে ২০২২ সালের দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব নেন ম্যাকডারমট। যেটি শেষ হয়েছে বাংলাদেশের সর্বশেষ নিউজিল্যান্ড সফরের মধ্য দিয়ে। তাঁর সময়ে ফিল্ডিংয়ে উন্নতি ছিল চোখে পড়ার মতো। যদিও শেষ পর্যন্ত তাঁকে নিয়ে আর আগ্রহ দেখায়নি বিসিবি।</p> <p>বাংলাদেশে ম্যাকডারমটের পথচলা শুরু অবশ্য ২০০৬ থেকে। ২০০৮ সাল পর্যন্ত বিসিবি ক্রিকেট একাডেমির প্রধান কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ এবং হাই পারফরম্যান্স ফিটনেস কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এ অস্ট্রেলিয়ান।</p> <p>দীর্ঘ কোচিং অভিজ্ঞতায় শ্রীলংকা দলের ফিল্ডিং কোচ ও শ্রীলংকা 'এ' দলের প্রধান কোচও ছিলেন ম্যাকডারমট। অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করেন তিনি। এ ছাড়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া, নর্দান টেরিটরি এবং ক্রিকেট তাসমানিয়ার সাথে বিভিন্ন সময়ে কাজ করেছেন ম্যাকডারমট।</p>