<p style="text-align:justify">পবিত্র কোরআন শরিফ পড়ার জন্য হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের হাতে রেহাল তুলে দিল বসুন্ধরা শুভসংঘ। আজ শনিবার সকালে দিনাজপুরের চিরিবন্দর উপজেলার মোস্তফাপুর রাজাপুর ইন্দ্রপুরের তালিমুল কোরআন হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের হাতে রেহাল তুলে দেয় বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখা।</p> <p style="text-align:justify">তালিমুল কোরআন হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া এই সময় আমাদের এখানে উপস্থিত করেছে। এ জন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুল্লিাহ। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে হাফেজ ও এতিম বাচ্চার রেহাল দিয়ে সহযোগিতা করায় আমি তাদের শুভকামনা জানাই। আমরা সবাই তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদের উঁচু সম্মান এবং তাদের সব কাজের মধ্যে সাফল্য দান করুন।’</p> <p style="text-align:justify">বসুন্ধরা শুভসংঘের চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মোস্তাকিম আল হাসনাত বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে এই মহতি কাজটি করতে পেরে আমরা খুবই খুশি। হাফেজ ও এতিম শিক্ষার্থীরা রেহাল পেয়ে খুবই খুশি।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘সমাজে ভালো ভালো কাজগুলো বসুন্ধরা শুভসংঘ সব সময় করে থাকে। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে আমাদের উপজেলায় করোনার সময় অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ, শীতের সময় শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, তালবীজ বপন, বৃক্ষরোপণ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক সভা, কৃষকদের মাঝে শাক-সবজি বীজ বিতরণসহ সমাজে অনেক ভালো কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত। এ ধরনের কাজ আমাদের অব্যাহত থাকবে।’</p> <p style="text-align:justify">এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মুকুল, কার্যকরী সদস্য আব্দুল মান্নান প্রমুখ।</p>