<p style="text-align:justify">ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ।</p> <p style="text-align:justify">সোমবার (৪ নভেম্বর) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনের সভাপতিত্ব করেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী।</p> <p style="text-align:justify">অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (মিডিয়া অ্যান্ড প্রেস) মোহাম্মদ আবু তৈয়ব, বাঞ্ছারামপুর সোবহানীয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন আব্দুল্লাহ, বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান, বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মায়মুন কবির, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাব-বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. চাঁন মিয়া সরকার, বসুন্ধরা ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার মোশারফ হোসেন, সিনিয়র অফিসার আমির হোসেনসহ অনেকে।</p> <p style="text-align:justify">অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বাঞ্ছারামপুর উপজেলার ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত অষ্টম শ্রেণির পাঁচ হাজার ২৯৪ জন ছাত্র-ছাত্রীর হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ২৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি মাদরাসা এবং একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।</p> <p style="text-align:justify">পবিত্র কোরআন হাতে পেয়ে বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তানিয়া আক্তার বলেন, এই প্রথম পবিত্র কোরআন উপহার পেলাম। খুব ভালো লাগছে।</p> <p style="text-align:justify">বাঞ্ছারামপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুমন মিয়া বলেন, কোরআন শরীফ উপহার পেয়ে খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলেছি।</p>