<p>দিব্যি সুস্থ্য সবল ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ পেটের ডানদিকের নিচের অংশে ব্যথা শুরু হলো। ভয়ংকর ব্যথা। এটাকে মোটেও হেলাফেলা করা যাবে না। এটা হতে পারে অ্যাপেডিক্সের ব্যাথ্যা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অসুখটাকে বলে অ্যাপেন্ডিসাইটিস।</p> <p>কিন্তু আপনি পেটে ব্যথা হলেই বা কীভাবে নিশ্চিন্ত হবেন এটা অ্যাপেন্ডিক্সের ব্যাথা?</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কেন সাঁতার কাটবেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/29/1732884160-8f3b64b071ebc04c6ba8e3860ec2312a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কেন সাঁতার কাটবেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/11/29/1451996" target="_blank"> </a></div> </div> <p>এজন্য আপেন্ডিসাইটিস কী? এর লক্ষণগুলোই বা কী কী?  করণীয় কী কী—তাও জানা জরুরি।</p> <p>অ্যাপেন্ডিক্স হলো পেটের ডান দিকে কোলনের সঙ্গে সংযুক্ত একটি ছোট নলাকার অঙ্গ। এটি শরীরের জন্য জন্য তেমন কার্যকর নয়, তবে কোনো কারণে সংক্রমণ বা প্রদাহ হলে এটি মারাত্মক ব্যথা সৃষ্টি করতে পারে।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফুলকপির ১০ উপকারিতা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/29/1732878546-e161a817c3b4d9ff0d15578e3fd1e197.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফুলকপির ১০ উপকারিতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/11/29/1451971" target="_blank"> </a></div> </div> <p><strong>কারণ  </strong><br /> অ্যাপেন্ডিক্সে অবরোধ তৈরি হলে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। যেমন, কঠিন মল, খাদ্যকণা বা লসিকা গ্রন্থি ফুলে গেলে অ্যাপেনডিক্সের ব্যথা হতে পারে।  ব্যকটেরিয়াির সংক্রমণের কারণেও অ্যাপেন্ডিক্সে প্রদাহ সৃষ্টি করতে পারে। পরিবারে কারও অ্যাপেন্ডিসাইটিস থাকলে অন্যদেরও ঝুঁকি বাড়ে।  </p> <p><strong>লক্ষণ  </strong><br /> অ্যাপেন্ডিসাইটিস চিনতে হলে লক্ষণগুলো সম্পর্কে জানা জরুরি:  </p> <ul> <li>পেটের ডান দিকে নিচের অংশে তীব্র ব্যথা।  </li> <li>ক্ষুধামন্দা হতে পারে।</li> <li>বমি বমি ভাব বা বমি হওয়া।  </li> <li>জ্বর ও শরীরে দুর্বলতা।  </li> <li>পেট ফোলা ও গ্যাসের চাপ।  </li> <li>মলত্যাগে সমস্যা।  </li> </ul> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পালং শাক কেন খাবেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732794613-1bf0d0d842cecf385e404cbca6b6a42c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পালং শাক কেন খাবেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/11/28/1451640" target="_blank"> </a></div> </div> <p><strong>করণীয়  </strong></p> <p><strong>চিকিৎসকের পরামর্শ</strong><br /> অ্যাপেন্ডিসাইটিস সন্দেহ হলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে যান। শারীরিক পরীক্ষা এবং আল্ট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যানের মাধ্যমে এর সঠিক নির্ণয় করা হয়।  </p> <p><strong>চিকিৎসা পদ্ধতি অনুসরণ </strong><br /> যদি অ্যাপেন্ডিসাইটিস মৃদু হয়, তবে অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ওষুধ দিয়ে এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে।  অ্যাপেন্ডিক্স সম্পূর্ণরূপে ফেটে গেলে সার্জারিরঅ্যাপেন্ডিক্স অপসারণ করতে হয়।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মরিচ খেলে ঝাল লাগে কেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732782983-44d6b0f3e817f6b0b387705f01f6b813.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মরিচ খেলে ঝাল লাগে কেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/28/1451579" target="_blank"> </a></div> </div> <p><strong>পর্যাপ্ত বিশ্রাম</strong><br /> সার্জারির পর বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসকের পরামর্শমতো ধীরে ধীরে স্বাভাবিক কাজে ফিরে আসুন।  </p> <p><strong>খাদ্যাভ্যাসে পরিবর্তন </strong><br /> বেশি আঁশযুক্ত খাবার (যেমন শাকসবজি, ফলমূল) খান।  প্রচুর পানি পান করুন।  - হালকা, সহজপাচ্য খাবার খান।  তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্রেন ক্যান্সার প্রতিরোধের ১০ উপায়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732773754-fe5df232cafa4c4e0f1a0294418e5660.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্রেন ক্যান্সার প্রতিরোধের ১০ উপায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/28/1451542" target="_blank"> </a></div> </div> <p><strong>প্রতিকারমূলক ব্যবস্থা  </strong><br /> কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকুন, পুষ্টিকর ও সুষম খাবার খান। ব্যথা উপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।  </p> <p><strong>ঝুঁকি এড়াতে করণীয়</strong><br /> অ্যাপেন্ডিসাইটিস পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়, তবে কিছু অভ্যাস এর ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। </p> <ul> <li>সুস্থ খাদ্যাভ্যাস বজায় রাখুন।  </li> <li>শরীরচর্চা করুন এবং দৈনন্দিন কাজ সক্রিয়ভাবে সম্পন্ন করুন।  </li> <li>কোনো পেটের সমস্যা অবহেলা করবেন না।  </li> </ul> <p>অ্যাপেন্ডিসাইটিস হেলাফেলা করার মতো রোগ নয়। সময়মতো সঠিক চিকিৎসা না নিলে এটি গুরুতর জটিলতার সৃষ্টি করতে পারে। ব্যথা অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করুন। <br />  </p>