<p>কম্পিউটারের প্রধান অংশ হলো এর প্রসেসর এবং এটি  পিসির কর্মক্ষমতা নির্ধারণ করে। তাই ঠিকঠাকমতো আউটপুট পেতে হলে প্রসেসরের স্বাস্থ্য ভালো রাখা জরুরি। নিয়মিত যত্ন এবং সঠিকভাবে ব্যবহার করলে প্রসেসরের আয়ু ও পারফরম্যান্স দীর্ঘস্থায়ী হয়। প্রসেসর ভালো রাখার সাতটি উপায় তুলে ধরা হলো :</p> <p><strong>ধুলাবালি পরিষ্কার রাখুন</strong><br /> প্রসেসরের চারপাশে ধুলাবালি জমলে তাপ উৎপন্ন হয়। ফলে গরম হয়ে প্রসেসরের কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। প্রতি কয়েক মাস পর পর কম্পিউটারের ভেতরের ধুলাবালি পরিষ্কার করুন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মানুষ কেন ভূত দেখে, বিজ্ঞান কী বলে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731138036-7930b2f0044cec9dd6a2a83c4cc7d0a3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মানুষ কেন ভূত দেখে, বিজ্ঞান কী বলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/09/1444553" target="_blank"> </a></div> </div> <p><strong>ভালো মানের কুলিং সিস্টেম ব্যবহার করুন</strong><br /> প্রসেসর ঠাণ্ডা রাখতে একটি ভালো মানের কুলার ব্যবহার করা জরুরি। বিশেষ করে গেমিং বা ভারী কাজের জন্য কুলিং সিস্টেমকে আরো উন্নত রাখুন।</p> <p><strong>থার্মাল পেস্টের সঠিক ব্যবহার নিশ্চিত করুন</strong><br /> প্রসেসর ও হিটসিঙ্কের মধ্যে থার্মাল পেস্ট সঠিকভাবে প্রয়োগ করুন। এটি তাপ পরিবহনব্যবস্থা উন্নত করে। ফলে প্রসেসরের অতিরিক্ত গরম হওয়া প্রক্রিয়া কমিয়ে দেয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নিউরন নিয়ন্ত্রণে বৈপ্লবিক আবিষ্কার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730973909-df92790ceb5bc750a3bbbe924df02120.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নিউরন নিয়ন্ত্রণে বৈপ্লবিক আবিষ্কার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/07/1443864" target="_blank"> </a></div> </div> <p><strong>অতিরিক্ত প্রগ্রাম এড়িয়ে চলুন</strong></p> <p>পিসিতে অনেক বেশি প্রগ্রাম একসঙ্গে চালালে প্রসেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ে। তাই প্রয়োজনীয় কাজ শেষ হলে অন্যান্য প্রগ্রাম বন্ধ রাখুন।</p> <p><strong>ওভারক্লকিং থেকে সাবধান থাকুন</strong></p> <p>যদিও ওভারক্লকিং করে প্রসেসরের গতি বাড়ানো যায়, তবে এটি তাপমাত্রা বৃদ্ধি করতে পারে। ওভারক্লকিং করার সময় নিশ্চিত করুন যে প্রসেসরটি সঠিকভাবে ঠাণ্ডা রাখার ব্যবস্থা করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্মার্টফোনের স্ক্রিন যেভাবে সুরক্ষিত রাখবেন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730881936-f2519382f264e24b8372a3bafb1e6d70.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্মার্টফোনের স্ক্রিন যেভাবে সুরক্ষিত রাখবেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/06/1443431" target="_blank"> </a></div> </div> <p><strong>আপডেটেড অ্যান্টিভাইরাস ব্যবহার করুন</strong></p> <p>ভাইরাস বা ম্যালওয়্যার প্রসেসরের পারফরম্যান্স কমিয়ে দিতে পারে। তাই নিয়মিত একটি ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করে স্ক্যান করুন।</p> <p><strong>পাওয়ার সাপ্লাই ইউনিটের মান বজায় রাখুন</strong></p> <p>কম্পিউটারের পাওয়ার সাপ্লাই ভালো হলে প্রসেসর তার প্রয়োজনীয় শক্তি সঠিকভাবে পায়। একটি নির্ভরযোগ্য ও ক্ষমতাসম্পন্ন পাওয়ার সাপ্লাই ব্যবহার করলে প্রসেসরের আয়ু বাড়ে।</p> <p>সূত্র : পপুলার মেকানিকস</p>