<p>কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে এক মাস পর আবারও উৎপাদন শুরু হয়েছে। জ্বালানি সংকট কাটিয়ে শনিবার (৩০ নভেম্বর) বিকেল থেকে উৎপাদনে ফিরল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রেটি।</p> <p>এর আগে বুধবার সকালে ইন্দোনেশিয়া থেকে পানামার পতাকাবাহী একটি জাহাজ ৭০ হাজার টন কয়লা নিয়ে আসার পর বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডিসেম্বরে টানা ৪ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/30/1732960207-c5a0c41b1d66ab1ce71df8dc85a9c54e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডিসেম্বরে টানা ৪ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/30/1452287" target="_blank"> </a></div> </div> <p>কোল পাওয়ার জেনারেশন কম্পানির প্রকৌশলী মোহাম্মদ ইয়াকুব জানান, গত বুধবার সকালে আসা জাহাজ থেকে আজ সকাল পর্যন্ত কয়লা খালাস করা হয়েছে। কয়লার জোগান আসায় শনিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ উৎপাদনে গেছে। তবে ১২০০ মেগাওয়াটের দুই ইউনিটের এই বিদ্যুৎকেন্দ্রটির এক ইউনিটে ফের উৎপাদনে গিয়ে আগামী এক মাস পর অন্য ইউনিটে উৎপাদন শুরু হবে।</p> <p>এর আগে কয়লা সংকটের কারণে গত ৩১ অক্টোবর ১২০০ মেগাওয়াটের দুই ইউনিটের এই বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ৫১ হাজার ৮৫৪ কোটি টাকা ব্যয়ে ১২০০ মেগাওয়াট এই বিদ্যুৎকেন্দ্রের ৬০০ মেগাওয়াটের একটি ইউনিট ২০২৩ সালের জুলাইয়ে উৎপাদনে আসে। বাকি ৬০০ মেগাওয়াটের ইউনিটটি গত ডিসেম্বরে চালু হয়। কেন্দ্রগুলো কমিশনিং করার জন্য জাপানের সুমিতমো করপোরেশনের মাধ্যমে ২২ লাখ ৫ হাজার টন কয়লা আমদানি করা হয়েছিল।</p>