<p>বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে বৈঠক করছেন তারা।</p> <p>মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে (নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে) জাতিসংঘের সদর দপ্তরের নির্ধারিত সভাকক্ষে বৈঠকটি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।</p> <p>বৈঠক সম্পর্কে প্রধান উপদেষ্টার ফেসবুকে জানানো হয়, বাংলাদেশ সরকারকে ‘পূর্ণ সমর্থন’ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট যেকোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন।</p>