<p>শেয়ারবাজারে কারসাজির কারণে ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।</p> <p>আজ মঙ্গলবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।</p> <p>এতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৩তম কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইনস্যুরেন্স কম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাকিবকে নিয়ে চিন্তায় বাংলাদেশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/23/1727093348-c7a580e6ff71540d61c24b4851367b11.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাকিবকে নিয়ে চিন্তায় বাংলাদেশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/09/23/1428188" target="_blank"> </a></div> </div> <p>সাকিবের পাশাপাশি আরো ছয়জনকে জরিমানা করা হয়েছে। বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইনস্যুরেন্স কম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট এক কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।</p>